এসএম স্বপন: ১৭ই জুলাই আসন্ন বেনাপোল পৌরসভার নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে ৪ জন, সংরক্ষিত আসনের কাউন্সিলর পদে ১৭ জন ও সাধারন আসনের কাউন্সিলর পদে ৫৩ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন।
রবিবার (১৮ জুন) বিকাল ৪ পর্যন্ত ছিল মনোনয়নপত্র দাখিলের শেষ সময়।
সময় শেষে মোট ৭৪ প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা প্রদান করেছেন বলে শার্শা উপজেলা নির্বাচন কর্মকর্তা সৌমেন বিশ্বাস ছন্দ বিষয়টি নিশ্চিত করেছেন।
মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ২৫ জুন বলেও তিনি জানান।
মেয়র পদে বেনাপোল পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ নাসির উদ্দিন, ফারুক হোসেন উজ্জ্বল, মফিজুর রহমান সজন ও মাসুদুর রহমান মিলন দাখিল করেছেন।
অন্যদিকে, মহিলা ০১ নং সংরক্ষিত আসনের কাউন্সিলর পদে ৫ জন, ০২ নং সংরক্ষিত আসনের কাউন্সিলর পদে ৯ জন, ০৩ নং সংরক্ষিত আসনের কাউন্সিলর পদে ৩ জন, পুরুষ ০১ নং সাধারন আসনের কাউন্সিলর পদে ৩ জন, ০২ নং সাধারন আসনের কাউন্সিলর পদে ৫ জন, ০৩ নং সাধারন আসনের কাউন্সিলর পদে ৭ জন, ০৪ নং সাধারন আসনের কাউন্সিলর পদে ৬ জন, ০৫ নং সাধারন আসনের কাউন্সিলর পদে ৬ জন, ০৬ নং সাধারন আসনের কাউন্সিলর পদে ৬ জন, ০৭ নং সাধারন আসনের কাউন্সিলর পদে ৬ জন, ০৮ নং সাধারন আসনের কাউন্সিলর পদে ৮ জন ও ০৯ নং সাধারন আসনের কাউন্সিলর পদে ৬ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।
শার্শা উপজেলা নির্বাচন কর্মকর্তা সৌমেন বিশ্বাস ছন্দ জানান, ১৭ই জুলাই আসন্ন বেনাপোল পৌরসভার নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে ৪ জন, সংরক্ষিত আসনের কাউন্সিলর পদে ১৭ জন ও সাধারন আসনের কাউন্সিলর পদে ৫৩ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। আগামীকাল সোমবার সকাল ১০ টার সময় যশোর নির্বাচন অফিসে মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে। তিনি প্রার্থীদের সকলকে যশোরে নির্বাচন অফিসে উপস্থিত থাকার জন্য বলেন।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ, মোবাইল : ০১৭১১ ৩৫৯৬৩১, ইমেইল: gsongbad440@gmail.com, IT Support: Trust Soft BD
Copyright © 2024 gramer songbad. All rights reserved.