আন্তর্জাতিক ডেস্ক : ৫ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে পশ্চিম ফ্রান্সের এক বিশাল অংশে। এই ভূমিকম্পকে বিসিএসএফ রিপোর্ট ‘খুব শক্তিশালী’ বলে জানিয়েছে। এএফপি রেকর্ড বলছে, ফ্রান্সে এমন শক্তির সর্বশেষ ভূমিকম্প ২০০০ এর দশকের শুরুতে হয়েছিল।
ফ্রান্সের মন্ত্রী ক্রিস্টোফ বেচু বলেছেন, এটি ফ্রান্সের ভূখণ্ডে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পের একটি।
সিসমিক সার্ভিল্যান্সের জন্য জাতীয় নেটওয়ার্ক আরইএনএএসএস এই ভূমিকম্পকে ৫ দশমিক ৩ মাত্রা রেকর্ড করেছে যেখানে ফরাসি সেন্ট্রাল সিসমোলজিক্যাল ব্যুরো (বিসিএসএফ) এটিকে ৫ দশমিক ৮ মাত্রা বলেছে।
ফ্রান্সের প্রিফেকচারের এক বিবৃতিতে বলা হয়েছে, ফ্রান্সের দক্ষিণ-পশ্চিম থেকে ক্ষয়-ক্ষতির খবর পাওয়া গেছে, অনেক জায়গায় ভবন থেকে পাথর পড়ে এবং দেয়ালে ফাটল দেখা দেয়। ডিউক্স-সেভার্স বিভাগে একজন ব্যক্তি ভূমিকম্পের সময় আহত হয়েছে।
বিবৃতিতে আরও জানানো হয়, দক্ষিণে পার্শ্ববর্তী চারেন্টে-মেরিটাইম ডিপার্টমেন্টে ভবনগুলোতে ফাটল দেখা গেছে এবং একটি বিদ্যুত লাইন বিপর্যয়ে ১ হাজার ১০০টি বাড়ি অন্ধকারে পড়ে যায়।
ফ্রান্সে পাঁচের বেশি মাত্রার ভূমিকম্প বিরল এবং সর্বশেষটি ২০১৯ সালে ড্রোমের দক্ষিণ-পূর্ব বিভাগে এমন ভূমিকম্প রেকর্ড করা হয়েছিল।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ, মোবাইল : ০১৭১১ ৩৫৯৬৩১, ইমেইল: gsongbad440@gmail.com, IT Support: Trust Soft BD
Copyright © 2024 gramer songbad. All rights reserved.