আন্তর্জাতিক ডেস্ক : আরব সাগরে সৃষ্ট অতি প্রবল ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’ ধেয়ে আসতে থাকায় ভারত ও পাকিস্তানের উপকূলীয় এলাকাগুলো থেকে এক লাখেরও বেশি বাসিন্দাকে সরিয়ে নেয়া হয়েছে। বৃহস্পতিবার (১৫ জুন) সন্ধ্যায় ঘূর্ণিঝড়টি স্থলভাগে আছড়ে পড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে দুই দেশের আবহাওয়া অফিস।
আরব সাগরে সৃষ্টি বিপর্যয় প্রবল ঝড়ো হাওয়া ও বৃষ্টি নিয়ে ভারতের গুজরাট রাজ্যের মান্ডভি ও পাকিস্তানের করাচির মাঝামাঝি উপকূলে আঘাত হানতে পারে। এ সময় ঘণ্টার বাতাসের গতিবেগ থাকতে পারে ৩২৫ কিলোমিটার। গুজরাটের ত্রাণের দায়িত্ব থাকা কর্মকার্তা সি সি প্যাটেল বলেন, উপকূলীয় ও নিম্নাঞ্চল থেকে ৪৭ হাজারের বেশি মানুষকে আশ্রয় কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে।
অন্যদিকে পাকিস্তানের জলবায়ু পরিবর্তন মন্ত্রী শেরি রেহমান জানিয়েছে, দেশটির দক্ষিণ-পূর্ব উপকূল থেকে ৬২ হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। তাদের আশ্রয় দিতে স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানে ৭৫টি ত্রাণ শিবির স্থাপন করা হয়েছে।
সূত্র - দ্য গার্ডিয়ান
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ, মোবাইল : ০১৭১১ ৩৫৯৬৩১, ইমেইল: gsongbad440@gmail.com, IT Support: Trust Soft BD
Copyright © 2024 gramer songbad. All rights reserved.