আন্তর্জাতিক ডেস্ক : ইকুয়েডরের একটি হাসপাতালে এক বৃদ্ধাকে মৃত ঘোষণা করার পর তাকে কফিনের ভেতর থেকে জীবিত পাওয়া গেছে।
আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে, ৭৬ বছর বয়সী বেলা মন্টোয়াকে বাবাহয়ো শহরের একটি হাসপাতালে স্ট্রোক করার পর মৃত ঘোষণা করা হয়। তাকে একটি কফিনে রাখা হয়েছিল এবং একটি শেষকৃত্যের জন্য নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে বেলার পরিবারের লোকজন শেষকৃত্যের আগে তার জামাকাপড় বদলানোর জন্য কফিনটি খুলে দেখে তিনি তখনও শ্বাস নিচ্ছেন।
বৃদ্ধার ছেলে গিলবার্ট বালবেরান বলেন, তার মাকে সকাল ৯ টার দিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং দুপুরে একজন ডাক্তার জানায় যে তার মা মারা গেছেন। এমনকি তাকে একটি মৃত্যুসনদও দেয়া হয়েছিল, যেখানে বলা হয় যে তিনি স্ট্রোকের পরে কার্ডিওপালমোনারি অ্যারেস্টে মারা গিয়েছেন।
শেষকৃত্যে অনুষ্ঠান সম্পন্ন করার আগে কফিন খুলে দেখতে পাই আমার মা তার চোখ খুলেছেন। তিনি শ্বাস নেওয়ার জন্য হাঁপাচ্ছেন। আমরা সবাই বুঝতে পারি যে মা এখনও বেঁচে আছে।
এসময় ধারণ করা এক ভিডিওতে দেখা যায়, কফিনের ভেতরে শুয়ে শ্বাস নিতে কষ্ট হচ্ছে ওই বৃদ্ধার এবং একজন অভিযোগ করেছেন যে তাদের ডাকা অ্যাম্বুলেন্সটি এখনও আসেনি। কয়েক মিনিট পরে কয়েকজন এসে বেলা মন্টোয়াকে কফিন থেকে স্ট্রেচারে তুলে নিয়ে যায় এবং তাকে একই হাসপাতালে নিয়ে যাওয়া হয় যেখানে তাকে মৃত ঘোষণা করা হয়েছিল।
বৃদ্ধার ছেলে জানান, এখন তার মা নিবিড় পরিচর্যা কেন্দ্রে আছেন। তাকে অক্সিজেন দেওয়া হচ্ছে এবং তার হার্ট স্থিতিশীল রয়েছে।
এদিকে ইকুয়েডরের স্বাস্থ্য মন্ত্রণালয় ঘটনার তদন্তে একটি কমিটি গঠন করেছে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ, মোবাইল : ০১৭১১ ৩৫৯৬৩১, ইমেইল: gsongbad440@gmail.com, IT Support: Trust Soft BD
Copyright © 2024 gramer songbad. All rights reserved.