আন্তর্জাতিক ডেস্ক : এবার ইসরায়েলের রাজধানী তেলআবিবে মার্কিন গ্রিনকার্ড পাওয়া এক মুসলিম তরুণের ছুরিকাঘাতে চার ইসরায়েলি গুরুতর আহত হয়েছে।
এ সময় মরক্কোর বংশোদ্ভূত মার্কিন নাগরিক আবদেল আজিজ কাদ্দি এক ইসরায়েলি বেসামরিক নাগরিকের গুলিতে নিহত হন। খবর টাইমস অব ইসরায়েলের।
কাদ্দি ১৮ জানুয়ারি টুরিস্ট ভিসা নিয়ে ইসরায়েলে প্রবেশ করেন। ইসরাইলি জরুরি পরিষেবা কর্মকর্তা ম্যাগেন ডেভিড অ্যাডম এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ জানিয়েছে, এক ‘সন্ত্রাসী’ নাহালাত বেনিয়ামিন স্ট্রিটে তিনজন বেসামরিক নাগরিক এবং গ্রুজেনবার্গ স্ট্রিটে একজন বেসামরিক নাগরিককে ছুরিকাঘাত করেছেন।
তেলআবিবের ইচিলভ হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, তারা ছুরিকাঘাতে আহত ব্যক্তিদের হাসপাতালে ভর্তি করেছে। তাদের মধ্যে একজনের ঘাড়ে গুরুতর আঘাত আছে। তাকে অস্ত্রোপচারের জন্য নেয়া হয়েছে।
তেলআবিবের নাহালাত বেনিয়ামিন স্ট্রিট এবং আশেপাশের এলাকাগুলো রেস্তোরাঁর জন্য জনপ্রিয়। বর্তমানে পুলিশ এলাকাটি ঘিরে রেখেছে।
চার দিনের মধ্যে তেলআবিবে এটি ছিল দ্বিতীয় ছুরিকাঘাতের ঘটনা। এর আগে গত শনিবার (১৭ জানুয়ারি) এক ‘সন্ত্রাসী’ একজনকে গুরুতর আহত করার পর একজন সশস্ত্র বেসামরিক নাগরিক তাকে গুলি করে হত্যা করে।
ইসরায়েলের স্বরাষ্ট্রমন্ত্রী মোশে আরবেল বলেছেন, বেন গুরিয়ন বিমানবন্দরে আসার সময় অভিবাসন কর্মকর্তারা কাদ্দিকে হুমকি হিসেবে চিহ্নিত করেছিলেন এবং তাকে প্রবেশে বাধা দেয়ার চেষ্টা করেছিলেন। তাকে জিজ্ঞাসাবাদের জন্য নিরাপত্তা কর্মকর্তাদের কাছে হস্তান্তরও করা হয়েছিল। মার্কিন গ্রিন কার্ডধারী হওয়ায় অবশেষে তাকে ইসরায়েলে প্রবেশ করতে দেয়া হয়।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ , ই-মেইল: ই-মেইল নং : gsongbad440@gmail.com , মোবাইল-০১৭১১-৩৫৯৬৩১
Copyright © 2026 gramersongbad.com. All rights reserved.