এস এম মহিদার রহমান, সাতক্ষীরা ঃ ভারতে পাচারের সময় সাতক্ষীরার বৈকারী সীমান্ত থেকে দুই পিচ স্বর্ণের বারসহ সাগর নামের এক চোরাচালানীকে আটক করেছে বিজিবি।
বৃহস্পতিবার ভোরে সদর উপজেলার বৈকারী সীমান্তের বলদঘাটা এলাকা থেকে তাকে আটক করা হয়। জব্দকৃত স্বর্ণের বারের ওজন ২৩৩.২৮ গ্রাম যার বাজার মূল্য ১৯ লাখ ৬৮ হাজার ৮৩ টাকা।
আটককত স্বর্ণ চোরাচালানী মোঃ সোহাগ (২৫) সদর উপজেলার বৈকারী মাঝেরপাড়া গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।
বিজিবি জানায়, স্বর্ণের একটি বড় চালান বাংলাদেশ থেকে ভারতে পাচার করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি বৈকারী বিওপির নায়ক শহিদুল ইসলামের নেতৃত্বে বিজিবির একটি টহল দল সীমান্তের বলদঘাটা এলাকায় অভিযান চালায়। এ সময় সেখান থেকে স্বর্ণ চারাচালানী সোহাগকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশী চালিয়ে একটি প্যাকটে রক্ষিত দুই পিচ স্বর্নের বার জব্দ করা হয়। জব্দকৃত স্বর্ণের ওজন ২৩৩.২৮ গ্রাম। বিজিবি আরো জানায়, জব্দকৃত স্বর্ণের বারের বাজার মূল্য ১৯ লাখ ৬৮ হাজার ৮৩ টাকা।
সাতক্ষীরা বিজিবি ৩৩ ব্যাটালিয়নর অধিনায়ক লে: কর্ণেল আশরাফুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, আটক চোরাচালানী সোহাগকে সদর থানায় সোপর্দ এবং স্বর্ণেরবার গুলো সাতক্ষীরা ট্রেজারী অফিসে জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ, মোবাইল : ০১৭১১ ৩৫৯৬৩১, ইমেইল: gsongbad440@gmail.com, IT Support: Trust Soft BD
Copyright © 2024 gramer songbad. All rights reserved.