খুলনা বিভাগ, জেলার খবর, যশোর | তারিখঃ জুন ৮, ২০২৩ | নিউজ টি পড়া হয়েছেঃ 6480 বার
আনোয়ার হোসেন : যশোরের বেনাপোল পোর্ট থানাধীন ছোট আঁচড়া মোড় এলাকার ট্রান্সপোর্ট অফিসে মজুদ রাখা বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৮ জুন) ভোর সাড়ে ৪টার সময় নিউ আলিফ ট্রান্সপোর্ট অফিসে এই বোমা বিস্ফোরিত হয়। বিস্ফোরণে কেউ হতাহত হয় নাই।
স্থানীয়রা জানায়, ভোর ৪টার দিকে বিকট শব্দে এলাকার লোকজনের ঘুম ভেঙে যাই। তারা বের হয়ে এসে দেখতে পায় ছোটআঁচড়া মোড় সড়কের পাশে অবস্থিত মার্কেটে নিউ আলিফ ট্রান্সপোর্ট অফিসের মধ্যে আগুন জ্বলছে। অফিসের শার্টার উড়ে গেছে, মার্কেটের দেয়ালের অনেক স্থানে ফাটল দেখা দিয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
পুলিশসহ সরকারের বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা ঘটনা স্থল পরিদর্শন করেছে। নিউ আলিফ ট্রান্সপোর্ট এজেন্সির মালিক ক্ষমতাসীন দলের একজন নেতা। তার কর্মচারী শোলা লিটনকে আটক করেছে পুলিশ।
মার্কেট মালিক হাবিবুর রহমান জানান, ‘স্থানীয় মালিপোতা বৃত্তি আঁচড়া গ্রামের মৃতঃ আব্দুল আজিজের ছেলে লিটন হোসেন ট্রান্সপোর্ট ব্যবসা করার জন্য আমার মার্কেটে অফিস ভাড়া নেয়। বোমা বিস্ফোরণে অফিসের শার্টার উড়ে গেছে। ফাটল দেখা দিয়েছে মার্কেটের দেয়ালে। যেকোন সময় দেয়াল ধসে পড়তে পারে। বোমার আগুনে অফিসে থাকা সব জিনিসপত্র পুড়ে গেছে।
জানা গেছে আসন্ন পৌর নির্বাচন ও বেনাপোল স্থল বন্দর দখলের জন্য বোমা গুলো এখানে সংরক্ষণ করা হয়েছিলো। প্রচন্ড গরমের কারণে বোমা গুলো বিস্ফোরিত হয়েছে।
বেনাপোল পোর্ট থানা অফিসার ইচার্জ কামাল হোসেন ভূঁইয়া বলেন, গত রাত পনে ৫ টার দিকে ছোট আঁচড়ার মোড়ে নিউ আলিফ ট্রান্সপোর্ট অফিসে একটি বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে, এ ঘটনাই বিল্ডিং এর দেয়াল ও শাটারের ক্ষয়ক্ষতি হয়।
এ সময় বোমা বানানোর সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। পরে অভিযুক্ত আসামি লিটনকে গ্রেফতার করে তার বাড়ি থেকে ৪টি ককটেল ও ৪টি হাত বোমাসহ তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি।