নুরতাজ আলম: চাঁপাইনবাবগঞ্জে শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়ন পরিষদের ২০২৩-২০২৪ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। সোমবার সকালে উন্মুক্ত বাজেট সভা শাহবাজপুর ইউনিয়ন পরিষদ চত্বরে অনুষ্ঠিত হয় ।
বাজেট সভায় সভাপতিত্ব করেন শাহাবাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ নিজামুল হক রানা, হিসাব সহকারী মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় শাহবাজপুর ইউপির বাজেট উপস্থাপন করেন শাহাবাজপুর ইউপি সচিব রেজাউর রহমান।
ইউপি সচিব জানান, ২০২৩-২০২৪ অর্থবছরে শাহাবাজপুর ইউনিয়ন পরিষদের রাজস্ব ও উন্নয়ন মিলে সম্ভাব্য আয় ধরা হয়েছে ৩ কোটি ৫১ লাখ ৫ ৭ হাজার ৯ শত ৬ টাকা এবং ব্যয় ধরা হয়েছে ৩ কোটি ৪৭ লাখ ৫৭ হাজার ৯ শ ৬ টাকা। উদ্বৃত্ত ৪ লাখ টাকা।
বাজেট সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মান্নান, সমাজসেবা অধিদফতর এর ইউপি সমাজকর্মী রাহাতুজ্জামান রাহাত। এছাড়াও
ইউনিয়ন পরিষদের সংরক্ষিত ওয়ার্ড সদস্য শিল্পীয়ারা খাতুন, কহিনূর বেগম, রুমালী খাতুন, সাধারণ সদস্য হুমায়ন কবির,আব্দুর রশিদ, কাসেদ আলী, মনিরুল ইসলাম, তোজাম্মেল হক ও ইসমাইল হক সায়েম প্রমুখ।
বাজেট সভায় সরকারি বেসরকারি প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ গ্রহণ করেন।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ, মোবাইল : ০১৭১১ ৩৫৯৬৩১, ইমেইল: gsongbad440@gmail.com, IT Support: Trust Soft BD
Copyright © 2024 gramer songbad. All rights reserved.