অর্থ ও বাণিজ্য, জাতীয় সংবাদ | তারিখঃ জুন ৪, ২০২৩ | নিউজ টি পড়া হয়েছেঃ 129129 বার
আন্তর্জাতিক ডেস্ক : বাজারে পেঁয়াজের দাম স্বাভাবিকভাবে রাখতে আগামীকাল সোমবার থেকেই পণ্যটি আমদানির অনুমতি দিচ্ছে সরকার। রোববার বিকেলে কৃষি মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামীকাল থেকে পেঁয়াজ আমদানির অনুমতি দেবে কৃষি মন্ত্রণালয়। পেঁয়াজের দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় সীমিত আয়ের, শ্রমজীবী মানুষের কষ্ট লাঘবসহ ভোক্তা স্বার্থরক্ষায় এ সিদ্ধান্ত নিয়েছে কৃষি মন্ত্রণালয়।
গত রমজান মাসের আগেও প্রতি কেজি পেঁয়াজ ৩০-৩৫ টাকায় কিনতে পেরেছেন ভোক্তারা। এরপর দফায় দফায় দাম বাড়িয়ে এখন একশ’ টাকায় বিক্রি করা হচ্ছে নিত্যপ্রয়োজনীয় পণ্যটি।
আসন্ন কোরবানির ঈদকে সামনে রেখে ব্যবসায়ীদের সিন্ডিকেট পেঁয়াজের দাম আরও বাড়াতে পারে বলে আশঙ্কা করা হচ্ছিল। ক্রেতাসাধারণের কথা চিন্তা করে শেষ পর্যন্ত সরকার আমদানিরই সিদ্ধান্ত নিল।