আন্তর্জাতিক ডেস্ক : ভারতের ওড়িশায় ট্রেন দুর্ঘটনার মূল কারণ এবং এর জন্য দায়ী ব্যক্তিদের চিহ্নিত করা হয়েছে বলে জানিয়েছেন ভারতেভা্ রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।
রোববার (৪ জুন) বালেশ্বরে রেল দুর্ঘটনাস্থলে যান মন্ত্রী। এসময় ভারতীয় সংবাদমাধ্যম এএনআই-কে তিনি জানান, ইলেকট্রনিক ইন্টারলকিং পরিবর্তনের কারণে দুর্ঘটনাটি ঘটে।
শুক্রবার (২ জুন) সন্ধ্যা ৭টা ২০ মিনিটে ওড়িশার বালেশ্বর জেলার বাহাঙ্গা বাজার এলাকায় তিন ট্রেনের ভয়ংকর দুর্ঘটনা ঘটে। এ দুর্ঘটনায় এখন পর্যন্ত ২৮৮ জন মারা গেছেন। আহতের সংখ্যা এক হাজারেরও বেশি।
এএনআই-এর সঙ্গে কথা বলার সময় অশ্বিনী বৈষ্ণব বলেছেন, রেলওয়ে নিরাপত্তা কমিশনার বিষয়টি তদন্ত করেছেন। ঘটনার কারণ এবং এর জন্য দায়ী ব্যক্তিদের চিহ্নিত করা হয়েছে। তিনি বলেন, ইলেকট্রনিক ইন্টারলকিং পরিবর্তনের কারণে দুর্ঘটনাটি ঘটেছে।
রেলমন্ত্রী বলেন, এই মুহূর্তে আমরা পুনরুদ্ধারের দিকে মনোযোগ দিচ্ছি। আগামী বুধবার সকালের মধ্যে কাজ শেষ করার লক্ষ্য রয়েছে।
গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন উল্লেখ করে তিনি বলেন, আমরা আজ ট্র্যাকটি পুনরুদ্ধারের চেষ্টা করব। উদ্ধারকাজ শেষ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ, মোবাইল : ০১৭১১ ৩৫৯৬৩১, ইমেইল: gsongbad440@gmail.com, IT Support: Trust Soft BD
Copyright © 2024 gramer songbad. All rights reserved.