স্টাফ রিপোর্টার: দলীয় মনোনয়ন প্রত্যাশী চেয়ারম্যান প্রার্থীরা যখন মনোনয়ন পাওয়া নিয়ে চিন্তিত ও মগ্ন, তখনও বসে নেই হরিহরনগর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি দলীয় মনোনয়ন প্রত্যাশী ফরিদ মাষ্টার।
তিনি প্রতিনিয়ত প্রচার প্রচরণা চালিয়ে যাচ্ছে। রাত দিন প্রচার প্রচরণায় ব্যস্ত সময় পার করছেন তিনি। তিনি আশাবাদী ইউনিয়ন থেকে বেশি পরিমান প্রস্তাব সমার্থক পেলেই উপরি মহলও সেদিকে খেয়াল রাখবেন। যার কারনে তিনি ইউনিয়নের দলীয় নেতাকর্মি ভোটার ও সাধারণ জনগনকে বেশি বেশি প্রাধান্য দিচ্ছেন। তিনি বিশ্বাসী জনগন সকল ক্ষমতার উৎস। জনগন চাইলে কাউকে উপরে উঠাতে পারে আবার কাউকে নীচে নামাতে পারে। তাই তিনি জনগনের প্রতি আস্তা রেখে জনগনকে সাথে নিয়ে সব সময় কাজ করতে চান। ধারাবাহিক প্রচার প্রচরণার অংশ হিসাবে বৃহস্পতিবার বিকেল থেকেগভীর রাত পর্যন্ত ইউনিয়নের বিভিন্ন মোড়ে মোড়ে মতবিনিময় করেন মাষ্টার ফরিদ উদ্দীন। ইউনিয়নের হরিহরনগর গ্রামের মাদ্রাসা মোড় সহ গ্রামের বিভিন্ন মোড়ে মোড়ে মতবিনিময় করেন তিনি। এ সময় তার সাথে ছিলেন, তিন নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ সভাপতি রবিউল ইসলাম, পাঁচ নম্বর ওয়ার্ড আ, লীগের সাংগঠনিক সম্পাদক ফারুক হোসেন, ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক মনির হোসেন, সহ-সভাপতি মিকাইল হোসেন, সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান, ৬ নম্বর ওয়ার্ড যুবলীগের যুবলীগ সভাপতি সেলিম হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। উল্লেখ্য নির্বাচনের তফসিল অনুযায়ী আগামী ১৮ই জুন মনোনয়নপত্র দাখিলের শেষ দিন, ১৯শে জুন মনোনয়ন পত্র যাচাই বাছাই ও ২৫ জুন মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিন এবং ১৭ জুলাই নির্বাচন অনুষ্ঠিত হবে।।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ, মোবাইল : ০১৭১১ ৩৫৯৬৩১, ইমেইল: gsongbad440@gmail.com, IT Support: Trust Soft BD
Copyright © 2024 gramer songbad. All rights reserved.