বিল্লাল হোসেন,রাজগঞ্জ : পুলিশ কর্তৃক মোটরসাইকেল আটকে দেয়া এবং অসৌজন্যমূলক আচরণে ক্ষিপ্ত হয়ে নিজের মোটরসাইকেলে আগুন দিয়েছে হাফিজুর রহমান নামের এক কলেজ ছাত্র।
রোববার (২৮ মে) দুপুরের দিকে যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জ এলাকার রামপুর জামতলা মোড়ে এ ঘটনা ঘটে।
মোটরসাইকেল আরোহী কলারোয়া উপজেলার যুগিখালি ইউনিয়নের রায়টা গ্রামের আব্দুস সাত্তারের পুত্র। সে যশোর ক্যান্টনমেন্ট কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র।
জানা গেছে, রাজগঞ্জ এলাকার রামপুর জামতলা মোড়ে রুটিন দায়িত্বে ছিলেন ট্রাফিক সার্জেন্ট কবির হোসেন। বেলা সাড়ে ১১ টার পরে হাফিজুর রহমান ওই এলাকা অতিক্রম করছিলেন। চেকপোষ্টে সার্জেন্ট পুলিশ থামান। মোটরসাইকেলের কাগজপত্র দেখাতে পারলেও ড্রাইভিং লাইনেন্স না থাকায় পুলিশ তাকে মামলা দেয়। এক পর্যায়ে বাকবিতন্ডার জের ধরে পালসার মডেলের মোটরসাইকেলে আগুন দেন হাফিজুর। গণমাধ্যমে দেয়া এক সাক্ষাতকারে হাফিজুর বলেন, পুলিশের অসৌজন্যমুলক আচারণে ক্ষিপ্ত হয়ে তিনি এ কাজ করেছেন।
রাজগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্র থেকে বলা হচ্ছে- ঘটনার পর জিজ্ঞাসাবাদের জন্য হাফিজুরকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।
এ ব্যাপারে সার্জেন্ট অফিসার কবির হোসেন জানান মোটরসাইকেল চালকের ড্রাইভিং লাইনেন্স না থাকায় মামলা দেয়া হয়েছে। পরে শুনেছি সে নিজের গাড়িটি আগুন লাগিয়ে দিয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ, মোবাইল : ০১৭১১ ৩৫৯৬৩১, ইমেইল: gsongbad440@gmail.com, IT Support: Trust Soft BD
Copyright © 2024 gramer songbad. All rights reserved.