আন্তর্জাতিক ডেস্ক : ২০২২ সালে বিশ্বের অসুখী দেশের তালিকা প্রণয়ন করেছে যুক্তরাষ্ট্রের জন হপকিন্স ইউনিভার্সিটি। জন হপকিন্স ইউনিভার্সিটির ফলিত অর্থনীতির অধ্যাপক স্টিভ হ্যাঙ্ক এই গবেষণাটি পরিচালনা করেছেন।
বিশ্বের অসুখী দেশের তালিকা করতে তারা একটি দেশের বেকারত্বের হার, মুদ্রাস্ফীতি, ব্যাংক ঋণের সুদের হার এবং নাগরিকদের মাথাপিছু প্রকৃত জিডিপির হারকে বিবেচনা করেছেন। বিশ্বের অসুখী দেশের এই তালিকায় বাংলাদেশের অবস্থান দেখানো হয়েছে ১১৫তম। অসুখী সূচকে বাংলাদেশের পয়েন্ট ২০.১।
১৫৭টি দেশের মধ্যে করা এই তালিকায় বিশ্বের সবচেয়ে দুর্দশাগ্রস্ত দেশ হিসেবে দেখানো হয়েছে জিম্বাবুয়েকে। মূলত জিম্বাবুয়ের অর্থনৈতিক অবস্থা এবং অত্যাধিক মুদ্রাস্ফীতির কারণে অসুখী দেশের তালিকায় দেশটি সবার উপরে রয়েছে।
বিশ্বের সবচেয়ে অসুখী দেশের তালিকায় পরের ১৫টি দেশ হলো যথাক্রমে-ভেনিজুয়েলা, সিরিয়া, লেবানন, সুদান, আর্জেন্টিনা, ইয়েমেন, ইউক্রেন, কিউবা, তুরস্ক, শ্রীলঙ্কা, হাইতি, অ্যাঙ্গোলা, টোঙ্গা এবং ঘানা। এই সবগুলো দেশে হয়ত উচ্চ মুদ্রাস্ফীতি অথবা উচ্চ বেকারত্বের হার রয়েছে।
রিপোর্টে বলা হয়েছে, বাংলাদেশের উচ্চ বেকারত্বের হার বিদ্যমান যা অসুখী সূচকে বাংলাদেশকে ১১৫তম অবস্থানে রেখেছে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ, মোবাইল : ০১৭১১ ৩৫৯৬৩১, ইমেইল: gsongbad440@gmail.com, IT Support: Trust Soft BD
Copyright © 2024 gramer songbad. All rights reserved.