আব্দুল্লাহ আল-মামুন : যশোরে যুবলীগ কর্মী শরিফুল ইসলাম সোহাগ হত্যা মামলায় ফন্টু চাকলাদারকে কারাগারে পাঠিয়েছে আদালত।
ফন্টু চাকলাদার যশোর-৬ আসনের সংসদ সদস্য ও যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদের চাচাতো ভাই।
হত্যা মামলার চার্জশিটভুক্ত আসামি ফন্টু চাকলাদার আজ বৃহস্পতিবার জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। বিচারক আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
জেলা আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) ইদ্রিস আলী এ তথ্য নিশ্চিত করেছেন।
মামলার বিবরণীতে বলা হয়, ২০১৮ সালের ২৮ আগস্ট রাতে যশোর শহরের কাজীপাড়ায় নিজ বাড়ির সামনে যুবলীগ কর্মী সোহাগকে হত্যা করা হয়। নিহতের ভাই ফেরদাউস হোসেন ফন্টু চাকলাদার সহ ৮জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করে মামলা করেন।
মামলার তদন্ত শেষে ডিবি পুলিশের তৎকালীন ওসি মারুফ আহম্মদ ২০২০ সালের ২০ জুলাই ফন্টু চাকলাদারসহ ১১ জনের নামে চার্জশিট দাখিল করেন।
এর প্রায় ২ বছর পর আজ বৃহস্পতিবার জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করেন ফন্টু চাকলাদার।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ, মোবাইল : ০১৭১১ ৩৫৯৬৩১, ইমেইল: gsongbad440@gmail.com, IT Support: Trust Soft BD
Copyright © 2024 gramer songbad. All rights reserved.