সাঈদ ইবনে হানিফ ঃ নিরাপদ সমাজ গড়ার প্রত্যায় নিয়ে যশোরের বাঘারপাড়ায় শুরু হয়েছে বিট পুলিশিং কার্যক্রম । এ উপলক্ষ্যে গতকাল বিকাল তিনটায় উপজেলার ভিটাবল্লা ইউনিয়ন পরিষদ চত্বরে ১০নং বিট পুলিশের সহায়তায় বিট পুলিশিং কার্যক্রম উদ্বোধন করা হয়।
স্থানীয় ভিটাবল্লা পুলিশ ক্যাম্পের সার্বিক উদ্যেগে আয়োজিত এই অনুষ্ঠানে জামদিয়া ইউনিয়ন এলাকায় আইনশৃঙ্খলা সহ পারিবারিক ও সামাজিক বিষয় নিয়ে দিকনির্দেশনা মূলক আলোচনা হয়। ৯ নং জামদিয়া ইউনিয়নের চেয়ারম্যান শেখ আরিফুল ইসলাম তিববতের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (খ সার্কেল) মুকিত সরকার। বীট পুলিশের প্রধান হিসাবে দায়িত্ব পালন করেন ভিটাবল্লা পুলিশ ক্যাম্পের কর্মকর্তা মুহিদুল ইসলাম। এছাড়াও বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ফিরোজ উদ্দিনসহ পুলিশের কর্মকর্তা বৃন্দ ।
ভিটাবল্যা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোঃ আঃ মজিদ আনোয়ার, বাগডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক সহকারী শিক্ষক মোঃখলিলুর রহমান খন্দকার,বীর মুক্তিযোদ্ধা সাবেক সেনাকর্মকর্তা মোঃ আফছার আলী মোল্লা, মোঃ শওকত আলী মন্ডল। সাবেক চেয়ারম্যান আঃ হক মোল্লা, মোঃ মহিউদ্দিন বিশ্বাস, নং জামদিয়া ইউনিয়নের ইউপি সদস্যহন, ইউনিয়নের সচিব মোঃ মোরসেদ আলী, সহায়ক মোঃআবুতালেবসহ । অনুষ্ঠান সঞ্চালনের দায়িত্বে ছিলেন, বাঘারপাড়া থানা পুলিশের এস, আই বাবু রাজ কিশোর পাল।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ, মোবাইল : ০১৭১১ ৩৫৯৬৩১, ইমেইল: gsongbad440@gmail.com, IT Support: Trust Soft BD
Copyright © 2024 gramer songbad. All rights reserved.