সনতচক্রবর্ত্তী: ঘূর্ণিঝড় মোখা’য় ক্ষয়ক্ষতি কমাতে ও ঘূর্ণিঝড়ে দুর্যোগকালীন জরুরি সহায়তার জন্য ফরিদপুর জেলা পুলিশের পক্ষ থেকে ২৫ সদস্য বিশিষ্ট একটি ‘কুইক রেসপন্স টিম’ গঠন করা হয়েছে।
জেলা পুলিশ সূত্রে জানা যায়, ঘূর্ণিঝড়ের সময়ে যেকোনো প্রয়োজনে জরুরি সংবাদ পাওয়া মাত্রই এ টিমের সদস্যরা তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে মানুষের পাশে দাঁড়াবে।
সঙ্গে যেকোনো প্রয়োজনে জনসাধারণকে সহযোগিতা করবে।
এ টিমের সদস্য ফরিদপুর পুলিশ লাইন্সের আরও-১ (এসআই) মো. আনোয়ার হোসেন বলেন, জেলা পুলিশ সুপারের সার্বিক নির্দেশনার আলোকে ঘূর্ণিঝড় মোখা মোকাবিলায় ও জনসাধারণের উপকারের জন্য এ টিম সব ধরনের সহযোগিতার জন্যে প্রস্তুত রয়েছে।
ফরিদপুরের পুলিশ সুপার (এসপি) মো. শাহজাহান বলেন, দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে ও মানুষের জরুরি সহযোগিতার জন্য ফরিদপুর জেলা পুলিশের পক্ষ থেকে একটি কুইক রেসপন্স টিম গঠন করা হয়েছে। এছাড়া জেলার প্রতিটি থানাতেও পুলিশের পক্ষ থেকে ১০ সদস্যবিশিষ্ট কুইক রেসপন্স টিম গঠন করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ, মোবাইল : ০১৭১১ ৩৫৯৬৩১, ইমেইল: gsongbad440@gmail.com, IT Support: Trust Soft BD
Copyright © 2024 gramer songbad. All rights reserved.