সনতচক্রবর্ত্তীঃ ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার মাগুরা-আলফাডাঙ্গা উপজেলা শ্রীরামপুর এলাকায় ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় দুই পুলিশ সদস্য আহত হয়েছে বলে জানা যায়।
শুক্রবার (১২ মে) সন্ধ্যা ৭টায় আলফাডাঙ্গা কলেজ রোডে (৪৪ মোড়ে) দুই পক্ষের লোকজন ৪০-৫০ জন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
এসময় আলফাডাঙ্গা থানা পুলিশ ছত্রভঙ্গ করার সময় আলফাডাঙ্গা লোকাল বাসস্ট্যান্ড ব্রিজের গোড়ায় আশ্রায় নেয় সংঘর্ষকারীরা। এসময় পুলিশকে লক্ষ করে উত্তেজিত লোকজন অতর্কিতভাবে ইট পাটকেল মারলে আলফাডাঙ্গা থানার কর্মরত এসআই আবু শহীদ এবং এএসআই চন্দন সমারদার গুরুতর আহত হয়।
এদিকে পুলিশের ওপর হামলার ঘটনায় করা মামলায় দুই গ্রামের চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন- বোয়ালমারী উপজেলার মাগুরা গ্রামের মোসলেম মাস্টারের ছেলে আল আমীন হোসেন ওরফে পলাশ, পান্নু শেখের ছেলে মো. সাজ্জাদ শেখ, আলফাডাঙ্গা পৌরসভার শ্রীরামপুরের মিজানুর রহমান খানের ছেলে ইয়াসিন খান, কবীর মোল্যার ছেলে শাকিল মোল্লা।
এ ব্যাপারে থানা অফিসার ইনচার্জ মোঃ আবু তাহের বলেন, সরকারি কাজে বাধা প্রদান করায় মামলা হয়েছে। উক্ত ঘটনার সাথে জড়িতদের মধ্যে ৪ জনকে গ্রেফতার করা হয়। অন্যদের গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়। বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ, মোবাইল : ০১৭১১ ৩৫৯৬৩১, ইমেইল: gsongbad440@gmail.com, IT Support: Trust Soft BD
Copyright © 2024 gramer songbad. All rights reserved.