সানজিদা আক্তার সান্তনা : রিকশাচালককে জুতাপেটা করা সেই আরতি রাণীকে অবশেষে শোকজ করলেন যশোর জেলা আইনজীবী সমিতি। সোমবার রাতে সমিতির নির্বাহী কমিটি জরুরীসভা করে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন যশোর জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আবু মোর্তজা ছোট। একই সাথে তিনদিনের মধ্যে কারণ দর্শানোর জন্য বলা হয়েছে।
উল্লেখ্য, গত রোববার জেলা জজ আদালতের পাশে আইনজীবী আরতি রাণী ঘোষ এক রিকশাচালককে জুতাপেটা সহ বেধড়ক মারপিট করেন। এসময় পাশের কয়েকজন তাকে থামানোর চেষ্টা করেন। কিন্তু তিনি ক্ষান্ত হননি। ওই রিকশাচালক হাত জোড় করে ক্ষমা প্রার্থনাও করেন। শেষমেষ প্রতক্ষ্যদর্শীরা একাট্টা হয়ে জোরালো অবস্থান নেন। এক পর্যায়ে আরতি রাণী ওই রিকশা চালককে ছেড়ে দেন।
এদিকে, এসব ঘটনার একটি ভিডিও ফুটেজ সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। পরে বিষয়টি নজরে আসে সমিতির। তারা এ ধরনের কাজ কেন করলেন তা জানতে চেয়ে শোকজ করেছেন।
যশোর সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়নের আব্দুলপুর সিজালি গ্রামের বাসিন্দা সাইফুল ইসলাম। তিনি বর্তমানে নিজবাড়িতেই চিকিৎসাধীন রয়েছেন।
এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে একটি সূত্র নিশ্চিত করেছে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ, মোবাইল : ০১৭১১ ৩৫৯৬৩১, ইমেইল: gsongbad440@gmail.com, IT Support: Trust Soft BD
Copyright © 2024 gramer songbad. All rights reserved.