এসএম স্বপন: যশোরের বেনাপোলে পৃথক দুটি অভিযান চালিয়ে ২০০ বোতল ফেনসিডিল ও ভারতীয় অবৈধ প্রসাধনীসহ এক ভারতীয় নাগরিক সহ ৩ জনকে গ্ৰেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (৯ মে) গভীর রাতে পৃথক পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে পোর্ট থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো, ইউসুফ মন্ডল (৩৬), পিতা-বশির মন্ডল, সাং-খাবরাপোতা, থানা-গোপালনগর, জেলা-উত্তর চব্বিশ পরগনা, ভারত, জুয়েল রানা (২০), পিতা-সেলিম মোড়ল, সাং-বোয়ালিয়া (পশ্চিমপাড়া), থানা-বেনাপোল পোর্ট ও আঃ নবীছদ্দিন (৫২), পিতা-মৃত নূর আলী মন্ডল, স্থায়ী: গ্রাম- মাগুরা, থানা- ঝিকরগাছা, বর্তমান: গ্রাম- বড় আচঁড়া (ফজলু এর বাড়ির ভাড়াটিয়া), থানা- বেনাপোল পোর্ট থানা, জেলা- যশোর।
পুলিশ জানায়, অবৈধ ভারতীয় পণ্য পাচারের গোপন খবরে, বেনাপোল পোর্ট থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে বেনাপোল ছোট আচঁড়া গ্রামস্থ স্থলবন্দরের ২২নং গেট সংলগ্ন খাজা বাবা হোটেল এন্ড রেস্টুরেন্টের সামনে পাকা রাস্তার উপর হতে ২০০ বোতল ফেনসিডিল সহ ইউসুফ মন্ডল ও জুয়েলকে গ্রেফতার করে।
অপরদিকে, চেকপোস্টের রেজাউল মার্কেটের সামনে বেনাপোল টু যশোরগামী মহাসড়কের ফুটপাত রাস্তার উপর হতে ভারতীয় বিভিন্ন প্রসাধনী, শাড়ী, লোহার তৈরি নজেল পণ্যসহ আঃ নবীছদ্দিনকে গ্রেফতার করা হয়। জব্দকৃত পণ্যের মূল্য অনুমান- ৪,৫১,২০০/-টাকা।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভূঁইয়া জানান, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মামলা দিয়ে তাদেরকে যশোর আদালতে পাঠানো হবে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ, মোবাইল : ০১৭১১ ৩৫৯৬৩১, ইমেইল: gsongbad440@gmail.com, IT Support: Trust Soft BD
Copyright © 2024 gramer songbad. All rights reserved.