বিল্লাল হোসেন, ভালুকা ময়মনসিংহ প্রতিনিধিঃ- ভালুকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিনটি ব্যাবসা প্রতিষ্ঠানে ২৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। রোববার বিকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ধারায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার সোমাইয়া আক্তার ওই জরিমানা আদায় করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, উপজেলা বর্তা এলাকার মেয়াদ উত্তীর্ণ আটা বিক্রির দায়ে মুদি দোকানী আজহারুল ইসলামকে ৫ হাজার টাকা, পৌরসভার মিস্টির দোকানে ওজনে কম দেওয়ার অপরাধে আদি ধামরাই মিস্টান্ন ভান্ডরকে দশ হাজার ও ধামরাই মিস্টির দোকানে ৮হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার সোমাইয়া আক্তার বলেন, ‘ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে তিনটি দোকানে মোট ২৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।’
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ, মোবাইল : ০১৭১১ ৩৫৯৬৩১, ইমেইল: gsongbad440@gmail.com, IT Support: Trust Soft BD
Copyright © 2024 gramer songbad. All rights reserved.