সারাবিশ্ব | তারিখঃ মে ৬, ২০২৩ | নিউজ টি পড়া হয়েছেঃ 6010 বার
আন্তর্জাতিক ডেস্ক : ছয় বছর ধরে যে নারী গৃহহীন ছিলেন সেই নারীই লটারির টিকিট কিনে হয়ে গেলো কোটিপতি। একেই বলে ভাগ্য। লুসিয়া ফরসেথ মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার বাসিন্দা। গত বুধবার (৩ মে) ‘ক্যালিফোর্নিয়া লটারি’ কর্তৃপক্ষ এক প্রেস বিজ্ঞপ্তিতে তার ৫ মিলিয়ন ডলার জয়ের ঘোষণা দেয়। বাংলাদেশি টাকায় যা প্রায় ৫৩ কোটি ২৪ লাখ ২৮ হাজার ৫০০ টাকা। খবর: এনডিটিভি
লুসিয়া তার টিকিট কেনেন পিটসবার্গে ওয়ালমার্ট সুপারসেন্টার থেকে। তিনি ওই সুপারসেন্টারের বাইরে টিকিট স্ক্র্যাচ (ঘষে তোলা) করেন। লুসিয়া ফরসেথ বলেন, তিনি চোখ বন্ধ করে লটারির একটি মাত্র টিকিট তুলেছিলেন। সেটাতেই ৫০ লাখ ডলার জিতে তিনি বিস্মিত হয়েছেন।
তিনি জানান, ২০২৩ সালটি যেন তার জীবনের জন্য এক আশীর্বাদের বছর। এ বছরই বিয়ে করেছেন তিনি। শিক্ষাজীবনে একটি বাড়তি ডিগ্রি যুক্ত করতে পেরেছেন। এরপর ৫০ লাখ ডলারের এই লটারি জয়!
লুসিয়া ফরসেথ বলেন, ‘ছয় বছর আগে আমি ঘরহীন ছিলাম। চলতি বছরে বিয়ে করলাম, একটি বাড়তি ডিগ্রি লাভ করলাম এবং ৫০ লাখ মার্কিন ডলার জয়ী হলাম! ছয় বছর আগে গৃহহীন থাকা অবস্থায় আমি কখনোই ভাবিনি যে আমার জীবনে এমন কিছু ঘটতে পারে।’
‘ক্যালিফোর্নিয়া লটারি’র অর্থ দিয়ে গণশিক্ষার জন্য তহবিল বৃদ্ধি করা হয়। ক্যালিফোর্নিয়া লটারি কর্তৃপক্ষ এক বিবৃতিতে লুসিয়া ফরসেথকে লটারি জয়ে অভিনন্দন জানায়। বলা হয়, লুসিয়া ফরসেথের এই জয়ে তাদের এই লটারি কার্যক্রমে ইতিবাচক সাড়া পড়বে। কারণ, যে বিদ্যালয়গুলোর জন্য তাদের এই অর্থ জোগাড় করা হয় আর এবার যিনি লটারি জয়ী হলেন- উভয়ই একই মানদণ্ডে সুবিধা পাওয়ার অধিকারী।