এসএম স্বপন,বেনাপোলঃ যশোরের শার্শার গোগা সীমান্ত থেকে পরিত্যক্ত অবস্থায় ১২টি (১ কেজি ৪০২ গ্রাম ওজনের) স্বর্ণের বার উদ্ধার করেছে খুলনা (২১ বিজিবির) ব্যাটালিয়নের সদস্যরা।
শুক্রবার (৫ মে) বিকালে যশোরের শার্শা সীমান্তের গোগার ইছামতি নদীর পাড় থেকে এ স্বর্ণের বার উদ্ধার করা হয়।
খুলনা ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ তানভীর রহমান জানান, গোগা সীমান্ত এলাকা দিয়ে ভারতে স্বর্ণের একটি চালান পাচার হবে। এমন গোপন খবরে, বিজিবি ব্যাটালিয়ন সদরের একটি বিশেষ টহল দল মেইন পিলার ১৭/৭ এস এর ৪৪ আর পিলার হতে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে গোগা গ্রামস্থ জোড়া পুকুর নামক স্থানে ইছামতি নদীর পাড়ে গোপন অবস্থান নেয়। কিছু সময় পর টহল দল ০১ জন ব্যক্তিকে আসতে দেখে এবং টহল দলের নিকটবর্তী আসলে তাকে থামতে বলে। উক্ত ব্যক্তি না থেমে দৌঁড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে বিজিবি টহল দল তাকে ধরার জন্য পিছনে ধাওয়া করলে তার সাথে থাকা কালো রং এর একটি ব্যাগ ফেলে ইছামতি নদী সাঁতরে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। পরে, বিজিবি টহল দল ব্যাগটি তল্লাশী করে কস্টেপ দিয়ে পেচানো অবস্থায় অভিনব কায়দায় লুকায়িত (১ কেজি ৪০২ গ্রাম ওজনের) ১২টি স্বর্ণের বার উদ্ধার করে।
উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক সিজার মূল্য-১,২০,২৪,০০০/- (এক কোটি বিশ লক্ষ চব্বিশ হাজার) টাকা বলে জানান বিজিবির ওই কর্মকর্তা।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ, মোবাইল : ০১৭১১ ৩৫৯৬৩১, ইমেইল: gsongbad440@gmail.com, IT Support: Trust Soft BD
Copyright © 2024 gramer songbad. All rights reserved.