আতিকুর রহমান, ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহে শান্তিপুর্ণ ভাবে নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠিত হয়েছে এসএসসি ও সমমানের প্রথম দিনের পরীক্ষা। জেলার ৬ উপজেলার ৫৪টি কেন্দ্রের মধ্যে এসএসসিতে ৩৬টি, দাখিলে ৯ এবং ভোকেশনালে ৯টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।
এ বছর জেলায় মোট ২৩ হাজার ৪’শ ৮০ জন পরীক্ষার্থী রয়েছে। নকলমুক্ত ও শান্তিপুর্ণ ভাবে পরীক্ষা গ্রহণে জেলা প্রশাসনের পক্ষ থেকে সকল প্রকার ব্যবস্থা গ্রহণ করা হয়। পরীক্ষা শুরুর পর জেলা প্রশাসক এস এম রফিকুল ইসলাম বিভিন্ন কেন্দ্র পরিদর্শণ করেন। পরিদর্শণে অতিরিক্ত জেলা প্রশাসক রথীন্দ্রনাথ রায়, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়ার জেরিন উপস্থিত ছিলেন। সেসময় জেলা প্রশাসক এস এম রফিকুল ইসলাম বলেন, সকাল থেকেই জেলা প্রশাসনের কর্মকর্তাদের তত্বাবধানে ৬ টি উপজেলায় শান্তিপুর্ণ ভাবে পরীক্ষা গ্রহণ সম্পন্ন হয়েছে। মন্ত্রনালয়ের নির্দেশনা মোতাবেক আমরা পরীক্ষা গ্রহণ করেছি। কোন প্রকার নকল ও প্রশ্নফাঁসের প্রশ্নই ওঠেনা।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ, মোবাইল : ০১৭১১ ৩৫৯৬৩১, ইমেইল: gsongbad440@gmail.com, IT Support: Trust Soft BD
Copyright © 2024 gramer songbad. All rights reserved.