আর্ত্জাতিক ডেস্ক : মঙ্গলবার দুপুর ১২টা ১৭ মিনিটে বেঙ্গালুরুতে এই অবাক কাণ্ড দেখা যাবে। প্রখর রোদের মধ্যেও নিজের ছায়া দেখা যাবে না। কেন এমনটা হবে? ‘জিরো শ্যাডো ডে’ কেন হয়? অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটি অফ ইন্ডিয়া (এএসআই) সূত্রের খবর, বছরে দু’বার কোনও একটি নির্দিষ্ট এলাকায় এমন পরিস্থিতি তৈরি হয়। সূর্য এবং পৃথিবীর অবস্থানগত পরিবর্তনের কারণেই এমনটা হয়ে থাকে। কর্কটক্রান্তি রেখার দক্ষিনে থাকা এলাকায় এমনটা হয়ে থাকে। সূর্যের উত্তরায়ণ এবং দক্ষিণায়ণের সময়েই এমনটা হয়। কোনও নির্দিষ্ট এলাকায় পৃথিবীপৃষ্ঠ থেকে সূর্যের কৌণিক অবস্থানের কারণেই এমন কাণ্ড ঘটে।
মঙ্গলবার বেঙ্গালুরুতে তেমন কাণ্ডই ঘটতে চলেছে। ‘ছায়াবাজি’ কবিতায় সুকুমার রায় লিখেছিলেন, ‘‘আজগুবি নয়, আজগুবি নয়, সত্যিকারের কথা, ছায়ার সাথে কুস্তি করে গাত্রে হল ব্যথা।’’ মঙ্গলবার বেঙ্গালুরুতে প্রখর রোদের সঙ্গে কুস্তি করেও ছায়ার টিকি পাওয়া যাবে না। প্রায় দেড় মিনিট ধরে এমন কাণ্ড প্রত্যক্ষ করা যাবে বেঙ্গালুরুতে।
এমন ঘটনা কিন্তু প্রথম নয়। অতীতে দেশের নানা শহরে এমন ছায়াহীন দিন প্রত্যক্ষ করা গিয়েছিল। গত বছর জুন মাসে কলকাতায় এমন কাণ্ড ঘটেছিল। কিছু ক্ষণের জন্য উধাও হয়ে গিয়েছিল ছায়া। এর আগে, ২০২১ সালে ওড়িশার ভুবনেশ্বরেও ছায়াশূন্য দিন দেখা গিয়েছিল।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ, মোবাইল : ০১৭১১ ৩৫৯৬৩১, ইমেইল: gsongbad440@gmail.com, IT Support: Trust Soft BD
Copyright © 2024 gramer songbad. All rights reserved.