দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে যাত্রীবাহী বাস ও অটোরিকশার মুখোমুখি সংর্ঘষে দুই শিশুসহ চারজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার দিনাজপুর-ফুলবাড়ী মহাসড়কে উচিতপুর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দিনাজপুরের চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রশিদ এ তথ্য নিশ্চিত করেছেন। দুর্ঘটনায় আহত আরো দুজন হাসপাতালে চিকিৎসাধীন।
নিহতরা হলেন- দিনাজপুরের পার্বতীপুর উপজেলার হরিরামপুর এলাকার উত্তম রায় (৩৫) ও তার স্ত্রী পল্লবী রায় (৩২)। এ ছাড়া নিহত দুই শিশুর পরিচয় এখনো পাওয়া যায়নি। তবে পুলিশের ধারনা নিহত শিশুরা একই পরিবারের।
পুলিশ জানান, বৃহস্পতিবার সকালে দিনাজপুর থেকে ছেড়ে আসা যাত্রীবাহী কেয়া পরিবহন নামের একটি বাস ফুলবাড়ীর শহরে আসছিল। অন্যদিকে নবাবগঞ্জ থেকে দিনাজপুর শহরে আসছিল একটি অটোরিকশা। শিবপুর এলাকায় পৌঁছলে বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই অটোরিকশার দুই শিশু যাত্রী নিহত হয়। আহতদের হাসপাতালে নেওয়ার পর উত্তম-পল্লবী দম্পতির মৃত্যু হয়।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ, মোবাইল : ০১৭১১ ৩৫৯৬৩১, ইমেইল: gsongbad440@gmail.com, IT Support: Trust Soft BD
Copyright © 2024 gramer songbad. All rights reserved.