সাঈদ ইবনে হানিফ, বাঘারপাড়া : যশোরের বাঘারপাড়ায় নিজের পুকুর পাড়ে স্থাপন করা কুড়ে ঘরে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে আবদুল গনি মোল্লা নামে এক ব্যাক্তির মৃত্যু হয়েছে।
বুধবার ১৮ এপ্রিল সন্ধ্যার কিছু সময় আগে এই ঘটনা ঘটে বলে জানা গেছে। স্থানীয় ইউপি সদস্য এবং পারিবারিক সূত্র জানায়, উপজেলার বাসুয়াড়ী ইউনিয়নের বাগডাঙ্গা গ্রামের ইছার উদ্দিন মোল্লার পুত্র আবদুল গনি মোল্লা (৬০) প্রতিদিনের মত এই দিন আসরের নামাজের পরে তার বাড়ির পাশে পুকুর পাড়ে যায়। কিন্তু ইফতারের সময় হওয়ার পরেও বাড়িতে না আসায় তার স্ত্রী খোঁজ নিতে পুকুর পাড়ের কুঁড়েঘরে গিয়ে তার স্বামী বিদ্যুৎতায়িত হয়েছে দেখতে পেয়ে চিৎকার দিলে প্রতিবেশিরা ছুটে এসে তাকে দ্রুত উদ্ধার করে বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়।
প্রতিবেশী সূত্রে জানা গেছে, আবদুল গনি মোল্লা দীর্ঘ কয়েক বছর যাবত বাড়ির পাশের একটি পুকুরে মাছ চাষ করেন। চাষাবাদের সুবিধার্তে সে পুকুর পাড়ে একটি কুড়ে ঘর স্থাপন করে দিন রাতের বেশির ভাগ সময় তিনি ওই ঘরেই অবস্থান করতেন।
সম্প্রতি তিনি বাড়ি থেকে ওই কুঁড়েঘর পর্যন্ত বিদ্যুৎ সংযোগ স্থাপন করেন। তবে তিনি কিভাবে বিদুৎতায়িত হয়েছেন তা সঠিক জানা যায়নি। ১৯ এপ্রিল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় বাগডাঙ্গা জামে মসজিদ প্রাঙ্গণে আবদুল গনি মোল্লার জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। তার জানাজা নামাজে উপস্থিত ছিলেন, ইসলামি সমাজ কল্যান সমিতির সভাপতি অধ্যাপক আশরাফ আলী, বাগডাঙ্গা সম্মিলিত ঈদগাঁর সাবেক ইমাম হযরত মাওলানা আব্দুর রাজ্জাক, বাগডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি সাবেক ইউপি সদস্য মোঃ গোলাম মোস্তফা, বিশিষ্ট সমাজ সেবক ও ইউপি সদস্য শেখ ছাদেকুর রহমান, ৬ নং ওয়ার্ড ইউপি সদস্য মোঃ আনিছুর রহমান বিপ্লব, ঘোষনগর বাজার জামে মসজিদের ইমাম মাওঃ আব্দুল হালিমসহ স্থানীয় সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। জানাজা নামাজের ইমামতি করেন বাগডাঙ্গা উত্তর পাড়া জামে মসজিদের ইমাম মাওঃ এরশাদ আলি।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ, মোবাইল : ০১৭১১ ৩৫৯৬৩১, ইমেইল: gsongbad440@gmail.com, IT Support: Trust Soft BD
Copyright © 2024 gramer songbad. All rights reserved.