আন্তর্জাতিক ডেস্ক : সব্জি হোক বা কোনও তরকারি, হেঁশেলে আলু ছাড়া এই সব পদ কল্পনা করা যায় না। সারা বিশ্বে আলুর চাহিদাও প্রচুর। আলুর দাম যদি এক লাফে ৩০ টাকা হয়ে যায়, তা হলে ‘গেল গেল’ রব উঠে যায়। আবার নানা রকম ব্যঞ্জনেও আলুর প্রয়োজন পড়ে। তাই বাধ্য হয়েই অনেককে সেই দামেই কিনতে হয়। তা ছাড়া সব্জির মধ্যে সবচেয়ে সস্তায় আলু পাওয়া যায়, তাই এর চাহিদাও বেশি।
আজ কথা বলবো এক বিরল প্রজাতির আলু সম্পর্কে। এই প্রজাতির আলুর নাম লা বোনোতে ( La Bonnotte)। যা প্রধানত ফরাসি দ্বীপ নাইমুটিয়ার দ্বীপ (Noirmoutier Island)-এ চাষ হয়ে থাকে। আপনি বিশ্বাস করুন বা না করুন এই আলুর দাম প্রতি কেজিতে ৫০, ০০০ টাকা। দাম শুনে নিশ্চই কপালে হাত উঠেছে। এ বাজারে চন্দ্রমুখী আলুর দাম সবচেয়ে বেশি। যার দাম ৩৫-৪০ টাকা প্রতি কেজি। এই দামের কারণেই অনেকে চন্দ্রমুখী আলু ছেড়ে অন্য আলুর দিকে ঝোঁকেন।
বিশ্বের সবচেয়ে পাঁচ দামি সব্জির তালিকায় রয়েছে এই প্রজাতির আলু। যা ৫০ বর্গ মিটার জমিতে চাষ হয়ে থাকে। এই আলুর দাম মাঝে মধ্যেই ওঠা নামা করে। পট্যাটোরিভিউ (potatoreview) ওয়েবসাইট অনুযায়ী গড়ে লে বনেট আলুর দাম পড়ে ৪৪২৮২ টাকা প্রতি কেজিতে। রোপনের তিন মাস পর মাটি খনন করে এই আলু পাওয়া যায়। সাধারণ ভাবে ফেব্রুয়ারিতে এই আলু চাষ শুরু হয় এবং মে মাসে ফসল ফলে। এই আলু চাষের জন্য অনেক পরিশ্রম ও যত্নের প্রয়োজন হয়।
কিন্তু এমন এক ধরনের আলু আছে যার দাম শুনলে ভিরমি খেতে হতে পারে। তখন আর আলুকে সস্তার সব্জি বলে মনে না-ও হতে পারে! সেই আলুর দাম যদি একশো বা দু’শো নয়, কয়েক হাজার টাকা হয়, তা হলে? আলু, তা-ও আবার হাজার হাজার টাকা দাম! এ তো ‘কল্পনা’ও করা সম্ভব নয়। কিন্তু স্বপ্ন নয়, বাস্তবে এমনই এক ধরনের আলু আছে, যার এক কেজির দাম ৪০-৫০ হাজার টাকা।
এই আলুর নাম ‘লা বোনোতে’। বছরে মাত্র ১০ দিন পাওয়া যায় বিরল প্রজাতির এই আলু। ফ্রান্সের ইলে দ্য নয়েরমোঁতিয়ের দ্বীপে এই প্রজাতির আলুর চাষ হয়। এত বিরল যে, মাত্র ৫০ বর্গমিটার এলাকায় চাষ হয় এই মহামূল্যবান আলুর। বালু জমিতে চাষ হয় ‘লা বোনোতে’। সার হিসাবে ব্যবহার করা হয় সমুদ্রের আগাছা এবং প্রবাল। আর সে কারণেই এই আলুর দাম এত বেশি।
শুধু দামে নয়, স্বাদেও অন্যান্য প্রজাতির আলু থেকে একেবারে আলাদা ‘লা বোনোতে’। এর স্বাদ সামান্য টক। খাওয়ার পর একটু নোনতা লাগবে। এ ছাড়াও চিনাবাদামের মতো স্বাদ এই আলুর। অত্যন্ত যত্নের সঙ্গে এই আলু চাষ করা হয়। আলু তোলাও হয় অত্যন্ত যত্ন সহকারে। হাত দিয়ে এক এক করে তোলা হয় এই আলু। প্রতি বছরে এক সপ্তাহ এই আলু তোলার কাজ চলে। আলুর খোসা না ছাড়াতে পরামর্শ দেন কৃষকরা। কারণ খোসা ছাড়ালে এই আলুর স্বাদ এবং গন্ধ সব নষ্ট হয়ে যায়।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ, মোবাইল : ০১৭১১ ৩৫৯৬৩১, ইমেইল: gsongbad440@gmail.com, IT Support: Trust Soft BD
Copyright © 2024 gramer songbad. All rights reserved.