সানজিদা আক্তার সান্তনা : যেমন বিরিয়ানির সঙ্গে আলু না থাকলে সকলের মুখ ভার হয়ে যায়, তেমনই বিরিয়ানির সঙ্গে বোরহানি খাওয়ার চল আমাদের দেশে। মশলাদার বিরিয়ানি হজম করতে এই পানীয়'র জবাব নেই। যাঁরা একটু ঝাল খেতে পছন্দ করেন, তাঁদের এই পানিয়টি বিশেষ পছন্দের।
দেশের বিরিয়ানির দোকান গুলিতে অবশ্য বোরহানির দেখা মেলে। ঈদের খাবারের পর একটু গলা ভেজাতে এই পানিয়টি বানিয়ে ফেললে কেমন হয়? সাধারণ বিরিয়ানি তো অনেক খেয়েছেন, এবার নিজের হাতে তৈরী বোরহানির স্বাদ চেখে দেখুন।
রেসিপির উপকরণ:
টক দই: ৫০০ গ্রাম, বিট নুন: আধ চা-চামচ, পুদিনা পাতা বাটা: ১ চা চামচ, কাঁচা লঙ্কা বাটা: ১ চা চামচ, ধনেপাতা বাটা: ১ চা চামচ, গুঁড়ো চিনি: ৩ চামচ, ভাজা জিরে গুঁড়ো: এক চা চামচ, ভাজা ধনে গুঁড়ো: এক চা চামচ, সাদা মরিচ গুঁড়ো: আধ চা চামচ, লবন: স্বাদ মতো, বরফ কুচি: প্রয়োজন মতো।
প্রণালী:
জিরে, ধনে শুকনো তাওয়ায় ভেজে নিয়ে গুঁড়ো করে নিন। এ বার সেই গুঁড়োর সঙ্গে সাদা মরিচ গুঁড়ো, বিটনুন মিশিয়ে নিন। একটি বড় পাত্রে ঠান্ডা পানি নিয়ে তাতে ধনেপাতা বাটা, পুদিনাপাতা বাটা, লঙ্কা বাটা, চিনির গুঁড়ো মিশিয়ে নিন। বানিয়ে রাখা শুকনো গুঁড়ো মশলা পানিতে মিশিয়ে নিন। এ বার আর একটি পাত্রে ভাল করে দই ফেটিয়ে নিন। দইয়ের মধ্যে বানিয়ে রাখা মিশ্রণটি দিয়ে ভাল করে নাড়াচাড়া করুন। প্রয়োজনে আরও একটু পানি মেশাতে পারেন। ঠান্ডা করে পরিবেশন করুন বোরহানি। বিরিয়ানির সঙ্গে দারুণ জমবে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ, মোবাইল : ০১৭১১ ৩৫৯৬৩১, ইমেইল: gsongbad440@gmail.com, IT Support: Trust Soft BD
Copyright © 2024 gramer songbad. All rights reserved.