নিজস্ব প্রতিবেদক : কেউ আসুক আর না আসুক নির্বাচন কারো জন্য থেমে থাকবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
তিনি বলেন, সংবিধান অনুযায়ী নিয়মমতো পাঁচটি সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে।
১০ এপ্রিল, সোমবার বিকাল ৩টায় ২৩, বঙ্গবন্ধু এভিনিউয়ে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, রাজনীতিতে নতুন খেলা শুরু হয়ে গেছে। এই খেলা চক্রান্ত ষড়যন্ত্রের খেলা।
তিনি বলেন, নির্বাচন ঘনিয়ে আসছে। বিএনপি জানে আগামী নির্বাচনে শেখ হাসিনার বিজয় অনিবার্য। বিদেশিরা বলে সি ইজ ম্যাডলি পপুলার। তাকে হারানো যাবে না।
কাদের বলেন, বিএনপি বুঝে গেছে শেখ হাসিনার সঙ্গে নির্বাচন করে লাভ নেই। যার কারণে আজকে ফখরুলে মনের জোর কমে যাচ্ছে। মনের জোর কমছে আর গলার জোর বাড়ছে।
শান্তি সমাবেশে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি নুরুল আমিন রুহুল এমপি। বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম, ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ এমপি, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন ও কার্যনির্বাহী সদস্য আনোয়ার হোসেন প্রমুখ।
সভা পরিচালনা করেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ, মোবাইল : ০১৭১১ ৩৫৯৬৩১, ইমেইল: gsongbad440@gmail.com, IT Support: Trust Soft BD
Copyright © 2024 gramer songbad. All rights reserved.