স্টাফ রিপোর্টার : যশোরের বেনাপোল চেকপোস্ট আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনাল থেকে ভারত যাওয়াতকারী পাসপোর্ট যাত্রীদের সুরক্ষার জন্য নিয়োজিত আনসার বাহিনী প্রত্যাহার করে নিয়েছে বন্দর কর্তৃপক্ষ।
শনিবার (৮ এপ্রিল) সকালে এ বাহিনীকে চেকপোস্ট থেকে প্রত্যাহার করা হয়।
এ ব্যপারে বেনাপোল বন্দরের উপপরিচালক (ট্রাফিক) মনিরুল ইসলাম জানান, বন্দরের প্যাসেঞ্জার ট্রার্মিনাল এলাকায় নিয়োজিত আনসার বাহিনীর বিরুদ্ধে যাত্রী হয়রানি, অর্থ আদায়সহ নানা ধরনের অপরাধ তদন্ত সাপেক্ষ প্রমাণিত হয়েছে। তাই এখান থেকে আনসার সদস্যদের প্রত্যাহার করা হয়েছে এবং নতুন করে আর্মস পুলিশ বাহিনীর একটি টিম মোতায়েন করা হয়েছে। আর্মস পুলিশ মোতায়েনের পর প্যাসেঞ্জার টার্মিনাল এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হয়েছে বলে জানান বন্দরের ওই কর্মকর্তা।
সুত্রমতে আরো জানা গেছে, আসন্ন ঈদকে সামনে রেখে স্থলবন্দরে নিরাপত্তায় নিয়োজিত প্লাটুন কমান্ডার (পিসি)র প্রত্যক্ষ সহযোগিতায় ভারত থেকে আমদানিকৃত পণ্য চুরির অভিযোগে উঠেছে।
সুত্রমতে, এক শ্রেনির অসাধু শেড ইনচার্জ তাদের পার্সোনাল নিয়োগকৃত ট্যান্ডেলের মাধ্যমে শ্রমিকদের ব্যবহার করে প্রতিদিন বন্দর অভ্যন্তর হতে লক্ষ লক্ষ টাকা মূল্যের ভারত থেকে আমদানিকৃত মটর পার্টস, কাপড়, ইমিটেশন আইটেমসহ বিভিন্ন ধরনের মালামাল চুরি হচ্ছে। যা দেখার কেউ নেই। বন্দরে দুই স্তরের নিরাপত্তার ব্যবস্থা, সিসি ক্যামেরা থাকলেও পন্য চুরি থেমে নেই। মাঝেমধ্যে দু'একটি চালান পুলিশের হাতে ধরা পড়লেও অজ্ঞাত কারনে তা চাপা পড়ে যায়। যারফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে আমদানি কারক সরকার বঞ্চিত হচ্ছে আশানুরূপ রাজস্ব আয় থেকে।
আরো জানা যায়, রফতানি মাঠ থেকে বন্দরের এক নম্বর গেট পর্যন্ত বিভিন্ন দোকানে এসকল চোরাই পন্য বিকিকিনি চলে।
এ বিষয়ে পোর্ট থানার এসআই শংকরের সাথে কথা হলে তিনি জানান সম্প্রতি বন্দরের ৫নং গেট দিয়ে দু'টি বাইক ও একটি পিকআপে প্রায় আড়াই কোটি টাকা মূল্যের পন্যচুরি কালে পোর্ট থানা পুলিশ দু'টি বাইকসহ ৩জন আসামী আটক করে এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।
বিষয়টি জানতে বন্দরে নিরাপত্তায় নিয়োজিত আনসার প্লাটুন কমান্ডারের সাথে কথা বললে তিনি পন্যচুরির কথা স্বীকার করে বলেন পোর্ট থানা পুলিশ মালসহ আসামি আটক পূর্বক থানায় মামলা হয়েছে। এ ব্যাপারে আমার কিছু বলার নেই।
আগামিতে পন্যচুরির সিন্ডিকেট কাহিনী আসছে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ, মোবাইল : ০১৭১১ ৩৫৯৬৩১, ইমেইল: gsongbad440@gmail.com, IT Support: Trust Soft BD
Copyright © 2024 gramer songbad. All rights reserved.