আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনীয় রোজাদার মুসলমান সেনাদের প্রতি সন্মান জানিয়ে একসাথে ইফতার করলেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। শুক্রবার (৭ এপ্রিল) রাজধানী কিয়েভে ক্রিমিয়ার তাতার কালচারাল সেন্টারের ইফতারের আয়োজন করা হয়।। প্রতি বছর রমজানে ‘সম্মানজনক বিশেষ আয়োজন’ হিসেবে করা হবে বলে জানান তিনি।
ক্রেমলিন-নিয়ন্ত্রিত ক্রিমিয়ায় সংখ্যালঘু মুসলিম তাতার সম্প্রদায়ের প্রতি রাশিয়ার আচরণের নিন্দা জানান ইউক্রেনীয় প্রেসিডেন্ট জেলেনস্কি। রাশিয়ার হাতে থেকে ক্রিমিয়া পুনর্দখলের প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। মুসলিম সম্প্রদায়কে বিশেষ ধন্যবাদ জানিয়ে জেলেনস্কি বলেন, রমজান মাস ইউক্রেনের সব জায়গায় সম্মানিত ছিল। আগামীতেও থাকবে। ফ্রন্টলাইনে এমনকি যুদ্ধ পরিস্থিতিতেও।
ক্রিমিয়ায় থাকা মুসলমানদের ওপর রুশ সরকারের আচারণেও সমালোচনা করেন তিনি। মুসলিম সেনা সদস্যদের উদ্দেশে জেলেনস্কি বলেন, ক্রিমিয়া দখলের পর রাশিয়া ইউক্রেনকে দাস বানানোর চেষ্টা শুরু করে। রাশিয়া ক্রিমিয়ার বাসিন্দা, ইউক্রেনীয় ও ক্রিমিয়ার তাতার জনগোষ্ঠীর ওপর দমন-পীড়ন চালিয়েছে।
ক্রিমিয়া দখলমুক্ত করা ছাড়া ইউক্রেন বা বিশ্বের কাছে আর কোনও বিকল্প নেই। ১৯৫৪ সালে ক্রিমিয়া ইউক্রেনের অন্তর্ভুক্ত হয়। ২০১৪ সালে হামলা চালিয়ে জোরপূর্বক ক্রিমিয়া দখল করে নেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
সূত্র: সিএনএন
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ, মোবাইল : ০১৭১১ ৩৫৯৬৩১, ইমেইল: gsongbad440@gmail.com, IT Support: Trust Soft BD
Copyright © 2024 gramer songbad. All rights reserved.