নিজস্ব প্রতিবেদক ঃ যশোর সদর উপজেলার বসুন্দিয়ায় একটি আঁকক্ষেতের ভিতর থেকে গাঁজা গাছসহ জাকির হোসেন নামে এক ব্যাক্তিকে আটক করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ৩ (এপ্রিল) বিকালে বসুন্দিয়া পুলিশ ক্যাম্প কর্তৃপক্ষ এই অভিযান পরিচালনা করেন।
সূত্রে জানা গেছে, গোপনে আঁকক্ষেতের আড়ালে গাঁজা গাছের চাষ হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে বসুন্দিয়া ক্যাম্প ইনচার্জ এস আই কামরুজ্জামান এবং এএস আই সাইফুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে বসুন্দিয়ার কেফায়েত নগর গ্রামের মৃত ইসহাক মোল্যার ছেলে জাকির হোসেন মোল্যা (৫০)কে তার আঁকক্ষেতের ভীতর থেকে গাঁজা গাছ সহ আটক করে।
জানা গেছে, জাকির মোল্যা একজন নিয়মিত গাঁজা চাষী, তিনি তার নিজের আঁকক্ষেতের আড়ালে দীর্ঘদিন যাবত গাঁজা গাছের চাষ করে সেগুলো বিক্রয় এবং সেবন করে আসছে। এমন অভিযোগে গোপনে সোমবার বিকালে পুলিশ অভিযান চালিয়ে জাকিরের নিজের আঁকক্ষেত থেকে একটি সাড়ে ৫০০গ্ৰাম ওজনের গাঁজা গাছসহ তাকে আটক করে। এরিপোর্ট লেখা পর্যন্ত আসামিকে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন মামলায় চালান দেওয়ার প্রক্রিয়া চলছিল।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ, মোবাইল : ০১৭১১ ৩৫৯৬৩১, ইমেইল: gsongbad440@gmail.com, IT Support: Trust Soft BD
Copyright © 2024 gramer songbad. All rights reserved.