নিজস্ব প্রতিনিধিঃ নিজের জমিতে থাকা কলাগাছ কর্তনের অভিযোগ এনে সাংবাদিক পরিচয়ে এক ব্যক্তির কাছ থেকে ৩ হাজার টাকা চাঁদা নেওয়ার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে শার্শা উপজেলার ৭নং কায়বা ইউনিয়নের ৮নং ওয়ার্ড় বাগুড়ী গ্রামে।
জানা গেছে, উপজেলার বাগুড়ী গ্রামের বাসিন্দা ও বেলতলা বাজারের স্থানীয় আমের আড়ৎদার ইজ্জত আলী তার বাসার সামনে ৪টি কলাগাছ জায়গা পরিষ্কারের জন্য কেটে দেয়। আর এ কারনে তাকে মামলার ভয় দেখিয়ে ৩ হাজার টাকা নেওয়া হয়।
ভুক্তভোগী ইজ্জত আলী জানান, সড়ক ও জনপদ বিভাগের কর্মচারী বাবু ও সাংবাদিক পরিচয়ে ৪/৫ জন এসে আমাকে জিজ্ঞাসা করে আমি কলাগাছ কেন কাটলাম। তখন আমি বলি জায়গাটা অপরিষ্কার ছিলো এবং সামনে আমাদের ব্যবসার সিজেন এজন্য জায়গাটা পরিষ্কার করার জন্য কলাগাছ কেটেছি। তখন তারা বলে গাছ কাটা অপরাধ আপনার নামে মামলা হবে, এই ভয় দেখিয়ে তারা আমার কাছ থেকে ৩ হাজার টাকা নিয়ে চলে যাই।
যশোর সড়ক ও জনপদ বিভাগের ওই কর্মচারী বাবুর কাছে জানতে চাইলে তিনি বলেন, টাকা আমি নেইনি সাংবাদিকরা নিয়েছে।
সাংবাদিক পরিচয় দানকারী একজনের কাছে এঘটনার সত্যতা জানার জন্য তার ব্যবহারিত মুঠোফোন নাম্বারে ফোন দিলে তিনি জানান, ঘটনা স্থলে আমি ছিলাম, কিন্তু আমি টাকা নেয়নি।
বেলতলা বাজার কমিটির সভাপতি ও কায়বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলতাফ হোসেন জানান, বিষয়টি আমি জানিনা, আমি আপনার মাধ্যমে জানলাম। যদি ঘটনাটি সত্য হয়ে থাকে আসলে এটা একটা অপরাধ। আমি কোন অপরাধ কাজের সমর্থন করিনা। যারা এ ধরনের অপরাধ মুলক কাজ করেছে তাদের বিচার হওয়া উচিত।
এবিষয়ে সড়ক বিভাগ যশোর এর নির্বাহী প্রকৌশলী আবুল কালাম আজাদ জানান, সিএনবি অথবা সরকারি জায়গার কেউ যদি গাছ কাটে তাহলে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব। কিন্তু এভাবে টাকা নেওয়ার আইন নাই। বিষয়টি আমরা দ্রুত তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করব।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ, মোবাইল : ০১৭১১ ৩৫৯৬৩১, ইমেইল: gsongbad440@gmail.com, IT Support: Trust Soft BD
Copyright © 2024 gramer songbad. All rights reserved.