আন্তর্জাতিক ডেস্ক : রাতে ঘুমনোর সময় মশার কয়েল জ্বেলে ঘুমিয়েছিল গোটা পরিবার। সদস্যদের মধ্যে ছিল এক সদ্যোজাত শিশুও। শুক্রবার সকালে সেই বাড়িতেই মর্মান্তিক কাণ্ড। নয়াদিল্লির শাস্ত্রী পার্ক এলাকার একটি বাড়িতে ৬ জনেরই ঘুমের মধ্যেই দমবন্ধ হয়ে মৃত্যু হয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান, মশার কয়েলের ধোঁয়ায় ঘরে গ্যাস চেম্বার হয়ে মৃত্যু হয়েছে প্রত্যেকের।
মশা তাড়ানোর কয়েল শুধু মশাদের জন্যই নয়, মানুষের জন্যও যে কী মারাত্মক হতে পারে, এবার তারই সাক্ষী রইল ভারতের রাজধানী দিল্লির শুক্রবারের ঘটনা। কয়েলের ধোঁয়ায় ঘুমের মধ্যেই দমবন্ধ হয়ে মৃত্যু হয়েছে একই পরিবারের ওই ছয় সদস্যের। ঘটনাস্থলে গিয়ে পুলিশ দরজা ভেঙে দেখে ৬ জনই অচেতন অবস্থায় একটি ঘরে শুয়ে রয়েছেন। সঙ্গে সঙ্গে তাঁদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা সকলকেই মৃত বলে ঘোষণা করেন।
দক্ষিণ-পূর্ব ডিস্ট্রিক্টের ডেপুটি পুলিশ কমিশনার জয় তির্কে জানিয়েছেন, ওই পরিবারের ছয় সদস্য দরজা ও জানালা বন্ধ করে ঘরে মশার কয়েল জ্বালিয়েছিলেন। তাঁরা ঘুমিয়ে পড়লেও কয়েল নেভানো হয়নি। আর সেই কয়েলের ধোঁয়াতেই ভরে যায় গোটা ঘর। ঘুমের মধ্যে ক্রমাগত কার্বন মনোক্সাইড গ্যাস ঘরে ছড়িয়ে পড়ে। শরীরে সেই গ্যাস ক্রমাগত যাওয়ার ফলে দমবন্ধ হয়ে প্রাণ হারান প্রত্যেকে।
দিল্লি পুলিশ জানিয়েছে, ঘটনায় মোট ন'জন কমবেশি অগ্নিদগ্ধ হন। এদের মধ্যে বর্তমানে হাসপাতালে চিকিৎসা চলছে দু'জনের। বাকি একজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। দিল্লি পুলিশের তরফে জারি করা বিবৃতিতে বলা হয়েছে, একটি গদির উপর মশার কয়েল রাখা হয়েছিল। সেখান থেকেই ঘরে আগুন লেগে যায়। ঘটনায় নমুনা সংগ্রহের কাজ শুরু করেছেন ফরেন্সিক বিশেষজ্ঞরা। মৃত্যুর আরও কোনও কারণ রয়েছে কিনা তা-ও খতিয়ে দেখা হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ, মোবাইল : ০১৭১১ ৩৫৯৬৩১, ইমেইল: gsongbad440@gmail.com, IT Support: Trust Soft BD
Copyright © 2024 gramer songbad. All rights reserved.