নয়াদিল্লি রিপোর্ট : আট বছরের সম্পর্ক। প্রথম দেখা। প্রেম। তারপরে বিয়ে। তারপরে দুই ফুটফুটে সন্তান। আর পাঁচজনের মতো স্বাভাবিকই ছিল জীবনের গল্প। হঠাৎই স্ত্রীয়ের বিরল রোগ তছনছ করে দিল সবকিছু। আর সেই রোগে স্ত্রীকে কিডনি ডোনেট করতে গিয়ে যা জানতে পারা গেল, তাতে তো মাথায় আকাশ ভেঙে পড়ল যুবকের।
সম্প্রতি, রেডিট-এ জীবনের এক অদ্ভুত সমস্যার কথা জানিয়েছেন এক ইউজার। তিনি জানান, তাঁদের দ্বিতীয় সন্তান জন্ম নেওয়ার পরেই হঠাৎ করে গুরুতর অসুস্থ হয়ে পড়েন তাঁর স্ত্রী। চিকিৎসক জানান, তাঁর স্ত্রীয়ের দুটো কিডনিই বিকল হতে শুরু করেছে। দ্রুত তাঁর কিডনি ট্রান্সপ্লান্ট করাতে হবে।
কিন্তু, আত্মীয় স্বজন, বন্ধুবান্ধবের কাছে ঘুরেও স্ত্রীয়ের কিডনির উপযুক্ত ম্যাচ পাননি তিনি। এমনকি, বিজ্ঞাপন দিয়েও লাভ হয়নি। তখন ওই ব্যক্তি ঠিক করেন, তিনি নিজেই স্ত্রীকে কিডনি ডোনেট করবেন। সেই মতো শুরু হয় পরীক্ষা নিরীক্ষা।
চিকিৎসক তাঁকে তাঁর রক্তের HLA (human leukocyte antigen) tissues পরীক্ষা করাতে দেন। সেই পরীক্ষার রিপোর্ট সামনে আসার পরেই মাথায় আকাশ ভেঙে পড়ে তাঁর।
দেখা যায়, তাঁর এবং তাঁর স্ত্রীয়ের DNA-র গঠনে প্রবল মিল। সাধারণত, সন্তান ও তাঁর বাবা-মায়ের ডিএনএ-র মধ্যে ৫০ শতাংশ মিল লক্ষ্য করা যায়। চিকিৎসকের কাছে এমন রিপোর্টের কারণ জিজ্ঞাসা করা হলে তিনি জানান, হতে পারে, ওই ব্যক্তি ও তাঁর স্ত্রী পরস্পর ভাইবোন। সেই কারণেই তাঁদের ডিএনএ-র গঠনে এত অদ্ভুত মিল।
ওই যুবক তাঁর পোস্টে লিখেছেন, চিকিৎসকের এই কথা শুনে তিনি স্তম্ভিত হয়ে গিয়েছিলেন। ৮ বছর আগে কর্মসূত্রে বাড়ির বাইরে অন্য শহরে থাকার সময় তাঁর সঙ্গে তাঁর স্ত্রীয়ের প্রথম আলাপ হয়। তার পরে এগোয় তাঁদের প্রেমের গল্প। কিন্তু, রিপোর্টও তো মিথ্যে নয়। তিনি জানিয়েছেন, তিনি তাঁর স্ত্রীকে সাহায্য় করতে চান। কিন্তু, জানেন ন কী ভাবে তা করবেন।
সুত্র--- নিউজ ১৮ বাংলা
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ, মোবাইল : ০১৭১১ ৩৫৯৬৩১, ইমেইল: gsongbad440@gmail.com, IT Support: Trust Soft BD
Copyright © 2024 gramer songbad. All rights reserved.