সানজিদা আক্তার সান্তনা : সৌদি আরবে গৃহকর্মীর চাকরির প্রলোভন দেখিয়ে এক নারীকে নিয়ে বিক্রির অভিযোগে মা-ছেলের বিরুদ্ধে যশোরের আদালতে মামলা হয়েছে। সোমবার ভুক্তভোগী ওই নারী বাদী হয়ে এ মামলা করেছেন।
আসামিরা হলেন, যশোর সদরের বালিয়াডাঙ্গা গ্রামের আনারুল ইসলামের স্ত্রী মমতাজ বেগম ও তার ছেলে আব্দুর রহমান। মানবপাচার দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক গোলাম কবির অভিযোগটি কোতোয়ালি থানার ওসিকে এজাহার হিসেবে গ্রহণ করার আদেশ দিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন বাদীর আইনজীবী রুহিন বালুজ।
মামলায় বাদী উল্লেখ করেছেন, আসামিরা তার পূর্ব পরিচিত। বাদীর দরিদ্র্যতার সুযোগে তাকে সৌদি আরবে গৃহকর্মীর ভালো বেতনে চাকরির প্রলোভন দেখান। একপর্যায়ে আসামিদের প্রস্তাবে রাজি হলে তারা ওই নারীর কাছ থেকে ৬০ হাজার টাকা নেন। আসামিরা তাকে কথা দিয়েছিল ভালো বেতনে চাকরি দিতে ব্যর্থ হলে খরচের ৬০ হাজার টাকাসহ ক্ষতিপূরণ দিবে।
চলতি বছরের ৮ জানুয়ারি আসামিরা ওই নারীকে ঢাকা থেকে বিমানে সৌদি আরব পাঠায়। সৌদি আরবে নিয়ে গৃহকর্মীর কাজ না দিয়ে চার লাখ টাকায় তাকে বিক্রি করে দেয় তারা। পরে তাকে বিমান বন্দর থেকে নিয়ে একটি ঘরে আটকে রেখে খারাপ কাজ করতে বাধ্য করা হয়। তখন তাকে বিভিন্ন প্রকার ওষুধ সেবন করায় তারা। আব্দুর রহমানের লোকজনের অত্যাচারে গুরুতর অসুস্থ হয়ে পড়েন ওই নারী। একপর্যায়ে তারা রিয়াদের একটি প্রতিষ্ঠানে ওই নারীকে দিয়ে আসেন। সেখানে কিছুটা সুস্থ হওয়ার পর ওই নারীকে ২৫ জানুয়ারি সৌদি কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে বাংলাদেশে প্রেরণের ব্যবস্থা করে ওই প্রতিষ্ঠান।
দেশে ফিরে আব্দুর রহমান ও তার মায়ের সাথে যোগাযোগ করে ঘটনা জানিয়ে ক্ষতিপূরণসহ টাকা ফেরত চাইলে তারা খুন-জখমের হুমকি দিয়ে তাড়িয়ে দেয়। এরপর থানা কর্তৃপক্ষের পরামর্শে তিনি আদালতে এ মামলা করেছেন।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ, মোবাইল : ০১৭১১ ৩৫৯৬৩১, ইমেইল: gsongbad440@gmail.com, IT Support: Trust Soft BD
Copyright © 2024 gramer songbad. All rights reserved.