বড়াইগ্রাম (নাটোর): নাটোরের বড়াইগ্রামে কৃতি শিক্ষার্থী ও গুণীজন সংবর্ধনা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বঙ্গবন্ধুর ১০৩ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী শিক্ষা ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের স্বাস্থ্য ও জন সংখ্যা বিষয়ক সম্পাদক ডাঃ মোঃ সিদ্দিকুর রহমান পাটোয়ারী। বনপাড়া এস.আর পাটোয়ারী কোয়ালিটি এডুকেয়ার ইনস্টিটিউট চত্ত্বরে শিক্ষাবিদ বাবু গৌরপদ মন্ডলের সভাপতিত্বে আয়োজিত সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা আইনজীবি সমিতির সভাপতি অ্যাডভোকেট আবু আহসান টগর, ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আবু বকর সিদ্দিক, আবুল কালাম আজাদ ও শাহনাজ পারভীন, মুক্তিযুদ্ধকালীন উপজেলা কমান্ডার আব্দুল জলিল তরফদার, সাবেক চেয়ারম্যান চাঁদ মাহমুদ, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন দুলাল, জেলা পরিষদ সদস্য হুমাইয়ারা জাহান রিয়া, বনপাড়া পৌর আওয়ামীলীগের সাবেক যুগ্ম সম্পাদক আবুল কালাম আজাদ, প্রবীণ আওয়ামীলীগ নেতা আব্দুস সোবহান প্রামাণিক, জয় বাংলা সামাজিক আন্দোলনের সাধারণ সম্পাদক টিএম মাসুদ করিম বাকি ও প্রধান শিক্ষক আনোয়ার হোসেন বক্তব্য রাখেন।
এ সময় সকল অতিথিরাই বক্তব্যে মাঝে বলে বড়াইগ্রাম-গুরুদাসপুরে মানুষ জুলুমবাজ ও লুটেরাদের হাত থেকে বাঁচতে চাই এবং ডাঃ মোঃ সিদ্দিকুর রহমান পাটোয়ারী কে এম.পি হিসাবে দেখতে চাই। সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলায় শিক্ষা, সমাজসেবা, সাহিত্য, রাজনীতি, আইন সহায়তা, ধর্মীয় সহাবস্থান, মুক্তিযুদ্ধে বিশেষ অবদান ক্যাটাগরিতে ৫০ জন গুণী ব্যাক্তিসহ প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং গণিত ও বিজ্ঞান অলিম্পিয়াড বিজয়ী দুইশ’ ১০ জন কৃতি ছাত্রছাত্রীর হাতে সম্মাননা স্মারক হিসাবে ক্রেষ্ট তুলে দেয়া হয়। এর আগে অতিথিরা আনুষ্ঠানিক ভাবে বনপাড়া এস আর পাটোয়ারী কোয়ালিটি এডুকেয়ার ইনস্টিটিউট চত্ত্বরে স্থাপিত বঙ্গবন্ধুর ম্যূরালের উদ্বোধন করেন। পরে সন্ধ্যায় বাউল শফি মন্ডলসহ আমন্ত্রিত শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ, মোবাইল : ০১৭১১ ৩৫৯৬৩১, ইমেইল: gsongbad440@gmail.com, IT Support: Trust Soft BD
Copyright © 2024 gramer songbad. All rights reserved.