আন্তর্জাতিক ডেস্ক : পারস্য নববর্ষের আগে ইরানের ঐতিহ্যবাহী আগুন উৎসব উদযাপনের সময় দেশটিতে ১১ জন নিহত এবং সাড়ে তিন হাজারেরও বেশি আহত হয়েছে। বুধবার রাষ্ট্রীয় গণমাধ্যম এ তথ্য জানিয়েছে। ফারসি ভাষায় চাহারশানবে সুরি নামে আগুন উৎসবটি প্রতিবছর ইরানি ক্যালেন্ডার বছরের শেষ মঙ্গলবার রাতে পালিত হয়। ২০ মার্চ পর্যন্ত এই উৎসব চলে।
জরুরি পরিষেবা প্রধান জাফর মিয়াদফর রাষ্ট্রীয় টেলিভিশনকে বলেছেন, ‘২০ ফেব্রুয়ারি থেকে চাহারশানবে সুরি সম্পর্কিত ঘটনায় ২৬ জন মারা গেছে।’ এ ছাড়াও উৎসবের দিন অন্তত ১১ জন এবং তিন হাজার ৫৫০ জনেরও বেশি আহত হয়েছে।
উৎসব চলাকালীন অংশগ্রহণকারীরা নিজেদের শুদ্ধ করতে এবং অশুভ আত্মাদের তাড়ানোর জন্য আগুনের ওপর ঝাঁপিয়ে পড়ে এবং স্লোগান দেয়। উৎসবটি ইরানের প্রাক-ইসলামিক ঐতিহ্যের অংশ। এতে সাধারণত শিয়া ধর্মগুরুদের ভ্রুকুটি করা হয়।
তবে এই উৎসব ইরানের তরুণদের কাছে বেশ জনপ্রিয়। তাদের মধ্যে অনেকেই উৎসবের জন্য তাদের নিজস্ব আতশবাজি তৈরি করে।
সুত্র -- এএফিপ
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ, মোবাইল : ০১৭১১ ৩৫৯৬৩১, ইমেইল: gsongbad440@gmail.com, IT Support: Trust Soft BD
Copyright © 2024 gramer songbad. All rights reserved.