চাঁদপুর প্রতিনিধি : যদি সৎ সাহস থাকে নিরপেক্ষ ভোট দেন। ভোটের মাঠে প্রমাণ হবে মানুষ কার সাথে আছে। বিএনপির আন্তর্জাতিকবিষয়ক সহ-সম্পাদক ও সাবেক এমপি ব্যারিস্টার রুমিন ফারহানা আরো বলেছেন, নির্বাচন হবে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। সময় থাকতে সাবধান হয়ে যান। বহুত খাইছেন, দেশের মানুষের সর্বনাশ করেছেন। দেশের ক্ষতি যা হবার হয়েছে। আর নয়, একটি সুষ্ঠু নির্বাচন দেন। ক্ষমতা থেকে পদত্যাগ করেন। নির্দলীয় ও নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা দেন।

শনিবার বিকালে চাঁদপুর শহরের চিত্রলেখার মোড়ে সারাদেশের ন্যায় বিএনপির ১০ দফা দাবিতে চাঁদপুর জেলা বিএনপির আয়োজিত মানববন্ধনে প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রুমিন ফারহানা বলেন, দেশের শিক্ষাব্যবস্থায় লাগাতার পরিবর্তনে শিক্ষাক্রম ধ্বংস করছে সরকার। ফলে ভেঙে পড়ছে শিক্ষাব্যবস্থা। ১৫ বছর অনেক লম্বা সময়। এ সরকারকে আর ছাড় দেয়া হবে না।

এতে সভাপতিত্ব করেন চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহদেম মানিক এবং সঞ্চালনায় ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিম উল্লাহ সেলিম।