নিজস্ব প্রতিবেদক : যশোরের বেনাপোল পৌর এলাকা থেকে গ্রেফতারী পরোয়ানাভূক্ত সহ একাধিক মামলার আসামি তাজ উদ্দিনের বাড়ি থেকে একটি বিদেশি পিস্তল উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (৭ মার্চ) ভোর রাতে বেনাপোল পোর্ট থানার ভবেরবেড় গ্রামের আসামির নিজ ঘর থেকে পিস্তলটি উদ্ধার করে বেনাপোল পোর্ট থানা পুলিশ।
পলাতক আসামি তাজ উদ্দিন বেনাপোল পোর্ট থানার ভবেরবেড় গ্রামের আতিয়ার রহমানের ছেলে।
পুলিশ জানায়, একাধিক মামলার আসামি তাজ উদ্দিন নিজ বাড়িতে অবস্থান করছে, এমন গোপন খবরে, তার বাড়িতে অভিযান চালানো হয়। এসময় তার ঘর তালাবদ্ধ পাওয়া যায়। পরে, তার মা ফাতেমা বেগম পলাতক আসামির ঘরের তালা খুলে দিলে খাটের উপর বালিশের নিচ থেকে একটি বিদেশি পিস্তল (৭.৬২) উদ্ধার করা হয়।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভূঁইয়া জানান, তাজের বিরুদ্ধে এর আগেও চারটি মামলা আদালতে চলমান রয়েছে। পলাতক আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ, মোবাইল : ০১৭১১ ৩৫৯৬৩১, ইমেইল: gsongbad440@gmail.com, IT Support: Trust Soft BD
Copyright © 2023 gramer songbad. All rights reserved.