আন্তর্জাতিক ডেস্ক : এবার ভূমিকম্পে কেঁপে উঠলো নিউজিল্যান্ড। দেশটির কেরমাডেক দ্বীপপুঞ্জ অঞ্চলে শনিবার (৪ মার্চ) ৬ দশমিক ৯ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস এ তথ্য জানিয়েছে।
রয়টার্স জানায়, শনিবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৪১ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। এটি কেরমাডেক দ্বীপপুঞ্জের বৃহত্তম রাউল দ্বীপের প্রায় ৭৯ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে বা অকল্যান্ডের ৯৯৫ কিলোমিটার উত্তর-পূর্বে কেন্দ্রীভূত ছিল। ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পটি ১৫২ কিলোমিটার গভীরতায় ছিল।
অপরদিকে ইউরোপীয় ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টার এর আগে ভূমিকম্পটি ৬ দশমিক ৬ মাত্রার বলে অনুমান করেছিল। তারা এর গভীরতা ১৮৩ কিলোমিটার বলে জানিয়েছিল। ভূমিকম্পের পর কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি বলে জানিয়েছে মার্কিন সুনামি সতর্কতা কর্তৃপক্ষ।
ভূমিকম্পের আঘাত যেন থামছেই না। একের পর এক ভূমিকম্পে কাঁপছে বিশ্বের বিভিন্ন অঞ্চল। সম্প্রতি তুরস্ক ও সিরিয়ায় সাত দশমিক আট মাত্রার ভয়াবহ ভূমিকম্প আঘাত হানে। এতে দেশ দুটি মারাত্মক বিপর্যয়ের মুখোমুখি হয়েছে। এ পর্যন্ত দেশ দুটিতে ভয়াবহ এই দুর্যোগে ৪১ হাজারের বেশি মানুষের মৃত্যুর খবর পাওয়া গেছে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ, মোবাইল : ০১৭১১ ৩৫৯৬৩১, ইমেইল: gsongbad440@gmail.com, IT Support: Trust Soft BD
Copyright © 2024 gramer songbad. All rights reserved.