নিজস্ব প্রতিবেদক : বেনাপোল চেকপোষ্ট কাষ্টমস ইমিগ্রেশন থেকে ৩ পিচ ও ৩ টুকরা (২শ" ৬৫ গ্রাম ওজনের) স্বর্ণ উদ্ধার করা হয়েছে বাংলাদেশি ৩ পাসপোর্ট যাত্রীর কাছ থেকে।
বৃহস্পতিবার (২ মার্চে) সকালে এ স্বর্ণগুলো উদ্ধার করে বেনাপোল কাস্টমস শুল্ক গোয়েন্দা সদস্যরা।
যাত্রীরা হলেন, ঢাকা মিরপুরের সেকেন্দারের পুত্র শেরআলী (পাসপোর্ট নং- ই এ ০১৫২৫৪৬), ফরিদপুরের মৃত: আলেম মাতব্বরের পুত্র রফিকুল ইসলাম (পাসপোর্ট নং- বি ০০০২৯৩১) ও মুন্সিগন্জের মৃত: আ: সাত্তারের পুত্র মোহাম্মদ আলী (পাসপোর্ট নং- বি ০০৫২৪৪৩৮)
বেনাপোল কাস্টমস শুল্ক গোয়েন্দার উপপরিচালক জানান, স্বর্ণ পাচারের গোপন তথ্যের ভিত্তিতে চেকপোস্ট কাস্টমস ইমিগ্রেশনে কঠোর নজরদারি সহ অবস্থান নেয় শুল্ক গোয়েন্দা সদস্যরা। এসময় সন্দেহভাজন ওই ৩ যাত্রীর গতিবিধি পর্যবেক্ষন করে তাদের আটক পূর্বক তল্লাশি করা হয়। পরে, তাদের ব্যাগের ভিতর ও পায়ের জুতার মোজা থেকে স্বর্ণের বার গুলো উদ্ধার করা হয়। তবে আইন বহির্ভুত হওয়ায় আটক যাত্রীদেরকে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানান এই কর্মকর্তা।
আটককৃত স্বর্ণের সিজার মুল্য ১৮ লাখ ৪৫ হাজার টাকা। এবং স্বর্ণগুলো সরকারী কোষাগারে জমা প্রদান করা হয়েছে বলে জানান তিনি।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ, মোবাইল : ০১৭১১ ৩৫৯৬৩১, ইমেইল: gsongbad440@gmail.com, IT Support: Trust Soft BD
Copyright © 2024 gramer songbad. All rights reserved.