নিজস্ব প্রতিবেদক : কালোবাজারি রোধে ট্রেনের টিকিট সংগ্রহের ক্ষেত্রে নতুন পদ্ধতি চালু করা হয়েছে। এতে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) বা জন্মনিবন্ধন সনদ প্রদর্শন বাধ্যতামূলক করে হয়েছে। তবে বিদেশি নাগরিকের ক্ষেত্রে পাসপোর্ট দেখাতে হবে।
বুধবার থেকে সারাদেশে এটি কার্যকর হয়।
এদিন রেল কর্মকর্তাদের হাতে পিওসি (পয়েন্ট অব সেলস) মেশিন হস্তান্তর করেছেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন। কমলাপুর রেলস্টেশনে প্রাথমিকভাবে দশটি মেশিন হস্তান্তর করেন মন্ত্রী।
এসময় মন্ত্রী বলেন, ‘টিকিট যেন কালোবাজারিদের হাতে না যায়, সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি।’
সাধারণ মানুষের যাতে ভোগান্তি না হয়, সেদিকে লক্ষ্য রাখা হচ্ছে বলে জানান তিনি।
রেলমন্ত্রী বলেন, ‘একটি নতুন জিনিস বাস্তবায়ন করতে গেলে নানা প্রতিবন্ধকতা থাকতে পারে, কিন্তু সময়ের সঙ্গে আমাদের যাত্রীরা সেসব প্রতিবন্ধকতা কাটিয়ে আরও ভালো সেবা পাবেন।’
এ সময় রেলের মহাপরিচালক কামরুল আহসান, অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) সরদার শাহাদাত আলী, স্টেশনের ম্যানেজার মাসুদ সারওয়ারসহ রেলপথ মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ, মোবাইল : ০১৭১১ ৩৫৯৬৩১, ইমেইল: gsongbad440@gmail.com, IT Support: Trust Soft BD
Copyright © 2024 gramer songbad. All rights reserved.