আন্তর্জাতিক ডেস্ক : ভারতের মণিপুরে ফের ভূমিকম্প। জাতীয় ভূকম্পণ গবেষণা সংস্থা অনুসারে, মঙ্গলবার ভোরে মণিপুরের ননি জেলায় ৩.২ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। এর গভীরতা ছিল ২৫ কিলোমিটার। অন্যদিকে, আফগানিস্তানেও ভূমিকম্প অনুভূত হয় এদিন। এর তীব্রতা ছিল ৪.১। পাশাপাশি তাজিকিস্তানে ৪.৩ মাত্রার ভূমিকম্প হয়েছে। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি এ তথ্য জানিয়েছে।
তবে এখন পর্যন্ত কোনও ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এর আগে ১৯ ফেব্রুয়ারি অন্ধ্রপ্রদেশের এনটিআর জেলার নন্দিগামা শহরে ভূমিকম্প হয়েছিল। রবিবার সকাল ৭.১৩ মিনিটে কম্পন অনুভূত হয় এবং ৩.৪ সেকেন্ড স্থায়ী হয়। স্থানীয় লোকজন আতঙ্কে ঘরবাড়ি ছেড়ে রাস্তায় নেমে আসেন। একই দিনে মধ্যপ্রদেশে ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৩.০।
এর আগে গত রবিবার আফগানিস্তানে মধ্যরাতে ৪.৩ মাত্রার একটি ভূমিকম্প হয়েছিল। ভূমিকম্প অনুভূত হয় ফৈজাবাদেও। চলতি মাসের শুরুতে তুরস্ক ও সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পের জেরে প্রচুর ক্ষয়ক্ষতি হয়।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ, মোবাইল : ০১৭১১ ৩৫৯৬৩১, ইমেইল: gsongbad440@gmail.com, IT Support: Trust Soft BD
Copyright © 2024 gramer songbad. All rights reserved.