সনতচক্রবর্ত্তীঃ ফরিদপুরের বোয়ালমারীতে ৭৩ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
পৌরসভার ৪নং ওয়ার্ডের সোতাশী গ্রামের নান্নু বিশ্বাসের বাড়ি থেকে এসব ফেন্সিডিল জব্দ করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানার পারকেষ্ণপুর ইউনিয়নের বড়বলদিয়া গ্রামের খোদাভস্কের ছেলে মো. সফিকুল ইসলাম (৪০) ও ফরিদপুর জেলার বোয়ালমারী পৌরসভার ৪ নং সোতাশী গ্রামের ওয়ার্ডের নান্নু বিশ্বাসের স্ত্রী কহিনুর বেগম (৩৮)। এ সময় কহিনুর বেগমের মেয়ে একাধিক মাদক মামলার আসামী লাবনী আক্তার ওরফে লাবনী (২২) পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান। এ ঘটনায় বোয়ালমারী থানার উপ-পুলিশ পরিদর্শক আব্দুর রহমান বাদি হয়ে রবিবার (২৬ ফেব্রুয়ারি) বোয়ালমারী থানায় মামলা করেছেন। ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১) সারণীর ১৪ (খ) ধারায় এ মামলা করেন।
থানা সূত্রে জানা যায়, শনিবার (২৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পৌরসভার উত্তর সোতাশী গ্রামের নান্নু বিশ্বাসের বাড়িতে অভিযান চালিয়ে ফেন্সিডিল ক্রয়-বিক্রয়ের সময় দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের ঘটনায় তিন জনের নামে উপ-পুলিশ পরিদর্শক আব্দুর রহমান বাদি হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা করেন। মামলা নম্বর ১৮/১৫। মামলার আসামীরা হলেন-চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানার পারকেষ্ণপুর ইউনিয়নের বড়বলদিয়া গ্রামের খোদাভস্কের ছেলে মো. সফিকুল ইসলাম (৪০), নান্নু বিশ্বাসের স্ত্রী কহিনুর বেগম (৩৮) এবং নান্নু বিশ্বাসের মেয়ে লাভলী আক্তার ওরফে লাবনী (২২)।
বোয়ালমারী থানার উপ-পুলিশ পরিদর্শক আব্দুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে অভিযান চালিয়ে ৭৩ বোতল ফেন্সিডিলসহ ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় একজন কৌশলে পালিয়ে যায়। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। তাদের রবিবার ফরিদপুর বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ, মোবাইল : ০১৭১১ ৩৫৯৬৩১, ইমেইল: gsongbad440@gmail.com, IT Support: Trust Soft BD
Copyright © 2024 gramer songbad. All rights reserved.