আন্তর্জাতিক ডেস্ক : ভূমিকম্পে বিধ্বস্ত তুরস্কে আবারো ভূমিকম্প আঘাত হেনেছে। শনিবার (২৫ ফেব্রুয়ারি) দেশটির আনাতোলিয়ান প্রদেশে ৫ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। এই ভূমিকম্পের গভীরতা ছিল ৭ কিমি (৪.৩৪ মাইল) যা স্থানীয় সময় দুপুর ১টা ২৭ মিনিটে আঘাত হানে। তুরস্কের দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা এএফএডি এ তথ্য নিশ্চিত করেছে। এ খবর দিয়েছে কাতার ভিত্তিক সংবাদ সংস্থা আলজাজিরা।

এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এর আগে ৬ ফেব্রুয়ারি তুরস্ক ও সিরিয়ায় হওয়া ভূমিকম্পে মৃতের সংখ্যা ৫০ হাজার ছাড়িয়েছে। তুরস্কের ভাইস প্রেসিডেন্ট ফুয়াত ওকতায় বলেছেন, কী ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে তা মূল্যায়ন করছে রেসপন্স টিম। এক টুইট বার্তায় তিনি বলেন, এই মুহূর্তে নেতিবাচক কোনো পরিস্থিতি নেই। আল্লাহ আমাদের দেশ ও জাতিকে সব ধরনের দুর্যোগ থেকে রক্ষা করুন।

বোর জেলা তুরস্ক-সিরিয়ার ভূমিকম্প বিধ্বস্ত এলাকা থেকে প্রায় ৩৫০ কিলোমিটার পশ্চিমে অবস্থিত। ৬ ফেব্রুয়ারির ওই ভূমিকম্পে তুরস্কের ১১টি প্রদেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব এলাকায় ৪৪ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। আর সিরিয়ায় মৃতের সংখ্যা ৫ হাজার ৯০০ ছাড়িয়েছে। ওই ভূমিকম্পের পর তুরস্কে ৯ হাজারের বেশি আফটার শক হয়েছিল। এতে ১ লাখ ৭৩ হাজারের বেশি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। আর গৃহহীন হয়েছেন ২০ লাখের বেশি মানুষ।