নিজস্ব প্রতিবেদক : যশোরের বেনাপোলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে ব্যানার ফেস্টুন পোষ্টার সন্ত্রাসী বাহিনী কতৃক ছিড়ে ফেলা ও হত্যার হুমকি ভয়ভীতি প্রদর্শন করলে থানায় অভিযোগ করায় সাবেক ছাত্রলীগ নেতা ও বেনাপোল পৌর সভার গাজীপুর ওয়ার্ডের কমিশনার পদপ্রার্থী শেখ মফিজুর রহমানের উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (২৩শে ফেব্রুয়ারী) সন্ধ্যা রাতে মাহবুবুর হক এতিমখানার সামনে এ ঘটনা ঘটে।
জানা গেছে,গত মঙ্গলবার সন্ধ্যার পর সাবেক মেম্বার সন্ত্রাসী জাহাঙ্গীর আলম লালের নেতৃত্বে তার ছোট ছেলে আফজাল হোসেন সনি ও তার সহযোগীরা মিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বাংলাদেশ আওয়ামী যুবলীগ সভাপতি মইলুল হোসেন নিখিল এবং সাধারণ সম্পাদক ফজলে শামস পরশ এর ছবি সম্বলিত ভাষা শহীদদের শ্রদ্ধা জানানো আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের ব্যানার ও ফেসটোন ছিঁড়ে ছিন্ন ভিন্ন করে এবং সাবেক ছাত্রলীগ নেতা শেখ মফিজুর রহমান কে হুমকি ধামকি প্রদান করে। এবিষয়ে শেখ মফিজুর রহমান বাদী হয়ে বেনাপোল পোর্ট থানায় একটি লিখিত অভিযোগ করলে সন্ত্রাসী জাহাঙ্গীর আলম লালের ও তার ছোট ছেলে আফজাল হোসেন সনির নেতৃত্বে একদল সন্ত্রাসী বাহিনী মফিজুরের ওপর হামলা চালায় গুরুতর আহত অবস্থায় স্বাস্থ্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিলে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য যশোর সদর হসপিটালে ভর্তি করা হয় বর্তমানে সে যশোর সদরে হসপিটালে চিকিৎসাধীন রয়েছে বলে জানা গেছে।
এ বিষয়ে বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন ভূঁইয়া জানান,আমি মৌখিকভাবে শুনেছি বিষয়টি অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ, মোবাইল : ০১৭১১ ৩৫৯৬৩১, ইমেইল: gsongbad440@gmail.com, IT Support: Trust Soft BD
Copyright © 2024 gramer songbad. All rights reserved.