গ্রামের সংবাদ ডেস্ক : বাংলাদেশের বন্দরে পশ্চিমা নিষেধাজ্ঞার আওতায় থাকা রুশ জাহাজের প্রবেশ আটকে দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে দেশটিতে নিযুক্ত রাষ্ট্রদূতকে তলব করেছে রাশিয়া। খবর- রয়টার্স।
এর আগে চলতি মাসের শুরুর দিকে পশ্চিমা নিষেধাজ্ঞার আওতায় থাকা রুশ জাহাজটিকে দেশের আঞ্চলিক জলসীমায় প্রবেশ করতে দেয়নি বাংলাদেশ।
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে রয়টার্স জানায়, রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়টি নিয়ে একটি বিবৃতি দিয়েছে। এছাড়া তারা মস্কোতে বাংলাদেশের রাষ্ট্রদূতকে তলব করে জানিয়েছে; জাহাজটি প্রবেশ বন্ধে বাংলাদেশের এই পদক্ষেপ ঐতিহ্যগতভাবে বন্ধুত্বপূর্ণ দ্বিপাক্ষিক সম্পর্কের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। এটি বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার সম্ভাবনাকে নেতিবাচকভাবে প্রভাবিত করতে পারে।
এদিকে রাশিয়ার রাষ্ট্রীয় মালিকানাধীন পারমাণবিক শক্তি সংস্থা রোসাটম বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্পের কাজ করছে। সম্প্রতি রাশিয়া নির্মাণ প্রকল্পের সরঞ্জাম সরবরাহে যে জাহাজ ব্যবহার করেছে সেটিতে পশ্চিমা নিষেধাজ্ঞা রয়েছে। এর ফলে ওই জাহাজের প্রবেশ আটকে দিয়ে; নির্মাণ সরঞ্জাম সরবরাহে অনুমোদিত জাহাজ ব্যবহার করতে মস্কোকে বলেছে ঢাকা।
প্রসঙ্গত, গত ২৪ ডিসেম্বর মোংলা বন্দরে পৌঁছানোর কথা ছিল পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্পের সরঞ্জামবাহী রুশ জাহাজটির। এর আগেই ২০ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বাংলাদেশকে জানানো হয়, জাহাজটি মার্কিন নিষেধাজ্ঞার তালিকায় থাকা ‘স্পার্টা-৩’ জাহাজ। পরে বিষয়টি যাচাই করে বাংলাদেশ জাহাজটিকে বন্দরে ভিড়তে নিষেধ করে দেয়।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ, মোবাইল : ০১৭১১ ৩৫৯৬৩১, ইমেইল: gsongbad440@gmail.com, IT Support: Trust Soft BD
Copyright © 2024 gramer songbad. All rights reserved.