সাঈদ ইবনে হানিফ ঃ প্রতি বছরের ন্যায় এবছর ও ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যেেদিয়ে যশোরের বসুন্দিয়ায় ২১শে ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত হয়েছে।
স্থানীয় বসুন্দিয়া (মোড়ে) অস্থায়ী শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এদিন ভোর থেকে এলাকার স্কুল, মাদ্রাসা গুলোর শিক্ষক শিক্ষার্থী সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের ভীড় জমতে শুরু করে। স্থানীয় (বসুন্দিয়া ২১ উদযাপন পরিষদ) কর্তৃক আয়োজিত ভাষা শহীদদের স্মরণে এদিন (শহীদ) বেদীতে প্রথম পুষ্প অর্পন করে শ্রদ্ধা নিবেদন করেন, ২১ উদযাপন পরিষদের সভাপতি শাহাজান আলী ফারারাজী ও সাধারণ সম্পাদক হাবিবুল আহসান বাবলুর নেতৃত্ব তাদের সংগঠনের সদস্য গন । এরপর থেকে পর্যায়ক্রমে শহীদ বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন, প্রেসক্লাব বসুন্দিয়ার নেতৃবৃন্দ, জঙ্গলবাধাল মাধ্যমিক বিদ্যালয়, জঙ্গলবাধাল মডেল স্কুল, জঙ্গলবাধাল মডেল ইনস্টিটিউট, জঙ্গলবাধাল সরকারি প্রথমিক বিদ্যালয়, সদ্যুল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, আল- আমিন প্রি, ক্যাডেট স্কুল, পূর্ব গাইদগাছি সরকারি প্রাথমিক বিদ্যালয়, খোলাডাঙ্গা আদর্শ নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, সিঙ্গিয়া হাফেজী দাখিল মাদ্রাসা, বানিয়ারগাতী মহিলা মডেল দাখিল মাদ্রাসা, পূর্ব বসুন্দিয়া মাধ্যেমিক বালিকা বিদ্যালয়, বসুন্দিয়া জুয়েলারি সমিতিসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক সংগঠন,গুলো ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে শতস্ফূর্ত অংশ গ্রহণ করেন। এসময় আইন শৃঙ্খলা ও সুস্থ্য পরিবেশ রক্ষায় সার্বিক সহযোগিতা করেন, স্থানীয় বসুন্দিয়া পুলিশ ক্যাম্প এবং আনছার ভি,ডি,পি সদস্য গন।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ, মোবাইল : ০১৭১১ ৩৫৯৬৩১, ইমেইল: gsongbad440@gmail.com, IT Support: Trust Soft BD
Copyright © 2024 gramer songbad. All rights reserved.