আব্দুল্লাহ আল-মামুন : শিশুদের অপুষ্টিজনিত অন্ধত্ব প্রতিরোধ ও শিশুমৃত্যু ঝুঁকি কমানোর লক্ষ্যে দেশব্যাপী জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ২০ ফেব্রুয়ারি-২০২৩ উপলক্ষে শার্শা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার কার্যালয়ে সোমবার সকাল ১০টায় শু উদ্বোধন করেন, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু, উপজেলা নির্বাহী কর্মকর্তা নারায়ন চন্দ্র পাল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ইউসুফ আলী সহ স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারীগন উপস্থিত ছিলেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ইউসুফ আলী জানান, সোমবার ২০ ফেব্রুয়ারি সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উপজেলার ১৬৫টি অস্থায়ী কেন্দ্র এবং ১টি স্থায়ী কেন্দ্র, উপজেলার একটি পৌরসভা ৯ কেন্দ্রে ৬ থেকে ১১ মাস বয়সী ৪ হাজার ৭শ' শিশুকে একটি করে নীল রংয়ের ভিটামিন-এ প্লাস ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৩৮ হাজার ৫শ' শিশুকে একটি করে লাল রংয়ের ভিটামিন-এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ, মোবাইল : ০১৭১১ ৩৫৯৬৩১, ইমেইল: gsongbad440@gmail.com, IT Support: Trust Soft BD
Copyright © 2024 gramer songbad. All rights reserved.